Connecting You with the Truth

উল্লাপাড়ার নদীগুলো এখন উর্বর আবাদি জমি

ullaparaভ্রাম্যমাণ প্রতিনিধি, উল্লাপাড়া:
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার মধ্য দিয়ে প্রবাহিত গারুদহ, ফুলজোর ও স্বরস্বতী নদী এখন আবাদি জমিতে পরিণত হয়েছে।
থানার মধ্য দিয়ে বয়ে যাওয়া নদী তিনটিতে খরার সময় পানি থাকে না। পানি শুকিয়ে যাওয়া নদী তিনটি মরা খালে পরিণত হয়েছে। ফলে প্রতি বছরেই নাব্যতা হারিয়ে এর প্রবাহ পড়ে শূন্যের কোঠায়। থানা সদরের গারুদহ, নলকা ইউনিয়নের মধ্য দিয়ে বয়ে যাওয়া ফুলজোর ও হাটিকুমরুল ইউনিয়নের স্বরস্বতী নদী আজ স্মৃতির অতলে হারিয়ে গেছে। ভয়াবহ নাব্যতা সংকট গারুদহ, ফুলজোর ও স্বরস্বতী নদী বিপর্যস্ত করে তুলেছে। গারুদহ, ফুলজোর ও স্বরস্বতীসহ নদীর অববাহিকায় পরিবেশ বিপর্যয়সহ কৃষি আবাদে নেমে এসেছে ভয়াবহ স্থবিরতা ।
নদী যেন আর নদী নেই। নদী যেন এখন নিচু শ্রেণির ফসলী জমি। নদীর তলায় সাফল্যজনকভাবে চাষাবাদ করা হয়েছে বোরো ধানের। যা দেখে আনন্দে মন ভরে উঠে। পথচারীরা নদীর তলায় ধান দেখে অবাক হয়ে থমকে দাঁড়ায়। এত সুন্দর ধান হয়েছে নদীর তলায়। দেখলে মনে হবে নদী আর ফসলের মাঠ যেন একাকার হয়ে গেছে। এমনি অবস্থা দেখা দিয়েছে সিরাজগঞ্জের সলঙ্গা থানা সদরসহ আশপাশের উপর দিয়ে প্রবাহিত গারুদহ, ফুলজোর ও স্বরস্বতী নদীতে।
নদীতে ধান চাষ দেখে কেউ আনন্দিত কেউবা আতঙ্কিত। কারণ নদী তো দেশের প্রাণ। তাছাড়া নদ-নদী, খাল-বিল পরিবেশের ভারসাম্য বিশেষ। আর এই নদীতে ধান চাষাবাদ হচ্ছে এ যেন আগামী প্রজন্মের প্রাকৃতিক পরিবেশের মারাত্মক বিপর্যয়ের আশঙ্কার পূর্বাভাস। এককালে গারুদহ, ফুলজোর ও স্বরস্বতী নদী ছিল যৌবন জোয়ারে পরিপূর্ণ। এরকম নদী সারাদেশে জালের মতো ছড়িয়ে ছিটিয়ে আছে। তাই এদেশকে বলা হয় নদীমাতৃক দেশ। কিন্তু সময়ের মাঝে আছড়ে পড়ছে মারাত্মক প্রাকৃতিক বিপর্যয়ের কষাঘাত। যার ফল দীর্ঘদিন থেকে বৃষ্টি নেই। নদী হয়েছে নিঃস্বপ্রাণ। বর্ষাকালে বৃষ্টি হলেই নদীতে জোয়ার আসে আর থাকে মাত্র দু-আড়াই মাস। তারপর শুকিয়ে উঠে নদী। গারুদহ, ফুলজোর ও স্বরস্বতী নদীর দু’ধারে গম, সরিষা, মিষ্টি আলু, মিষ্টি কুমরা, পটল, বেগুনসহ নানা প্রকার ফসল সাফল্যের সঙ্গে চাষাবাদ করছে কৃষকেরা। বর্তমানে নদীর তলায় বোরো ধান চাষাবাদ করছে কৃষকেরা। তার মধ্যে বালুভরা এলাকায় প্রায় ৩-৪ কিলোমিটার এলাকা জুড়ে ধান চাষ করা হয়েছে।

Comments
Loading...