Connecting You with the Truth

উল্লাপাড়া ভূমি অফিসে আগুনের ঘটনায় মামলা, গ্রেফতার ৬

সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ভূমি অফিসে আগুন দেওয়ার ঘটনায় অজ্ঞাতনামা শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে বিএনপি-জামায়াতের ছয় কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
গত শনিবার রাতে উপজেলা ভূমি অফিসের নাজির ওসমান গণি বাদী হয়ে উল্লাপাড়া থানায় মামলাটি দায়ের করেন। শনিবার দুপুর থেকে গভীররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- উল্লাপাড়া পৌর এলাকার ঝিকিরা গ্রামের তুহিন আলম (৩৮), রুবেল (২০), উপজেলার চর সাতবাড়ীয়া গ্রামের রওশন আলী খান (৪৫), ঝিকিরা গ্রামের মো. মনিহার (৩৫), মো. মিন্টু (২৮) ও বিপুল কুণ্ড।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, শুক্রবার মধ্যরাতে উল্লাপাড়া উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত উপজেলা ভূমি অফিসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে ভূমি অফিসের পাঁচটি কক্ষের গুরুত্বপূর্ণ কাগজপত্র ও আসবাবপত্র পুড়ে যায়।

Comments
Loading...