Connecting You with the Truth

এইচআরএক্স পোশাক র্ব্যান্ডের মডেল ঋত্বিকের টানা ২১ ঘণ্টা!

b-6
বিনোদন ডেস্ক:
কোন কাজে হাত দিলে তাতে নিজের শতভাগ দেয়ারই চেষ্টা করেন এই সুদর্শন নায়ক। নাচ আর অভিনয়ে তিনি যে কোন খুঁত রাখতে পছন্দ করেন না তা তার পারফর্মেন্স দেখলেই বোঝা যায়। তবে সবই তো ঠিক আছে। কিন্তু একটি বিজ্ঞাপনের জন্য টানা ২১ ঘন্টা ব্যয় করলেন ঋত্বিক রোশন! বলিউডের এই অভিনেতা একটি বিজ্ঞাপনচিত্রের জন্য টানা ২১ ঘণ্টা শুটিং করেছেন। এ প্রসঙ্গে তার ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যায়, এইচআরএক্স পোশাক র্ব্যান্ডের মডেল হয়েছেন ঋত্বিক। সম্প্রতি তিনি মুম্বাইয়ের একটি হোটেলে বিজ্ঞাপনচিত্রটির শুটিংয়ে অংশ নেন। এবারই প্রথম কোনো বিজ্ঞাপনচিত্রে খালি গায়ে দেখা যাবে তাকে। সূত্রটি আরো জানিয়েছে, নিখুঁত কাজ এবং পেশাদার আচরণের জন্য সুপরিচিত ঋত্বিক। টানা ২১ ঘণ্টা শুটিংয়ের সময় ঋত্বিকের প্রাণচাঞ্চল্য দেখে সবাই মুগ্ধ হয়েছেন। এদিকে তার পরবর্তী ছবি ‘ব্যাং ব্যাং’ ২ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে।


Comments
Loading...