একনেকে সাড়ে ৬ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন
রামপাল বিদ্যুৎকেন্দ্র প্রকল্প এলাকার দ্বিতীয় ব্লকের ভূমি উন্নয়ন সংরক্ষণ প্রাচীর নির্মাণ প্রকল্পসহ মোট ৫টি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে একনেক। মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এই অনুমোদন দেয়া হয়। রাজধানীর আগারগাঁও এনইসি সম্মেলন কক্ষে এই সভা শুরু হয়।
সভায় ৫টি প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৬ হাজার ৫শ ৫৩ কোটি ১ লাখ টাকা। এর মধ্যে জিওবি ৩ হাজার ৯শ ৪৭ কোটি ৬৪ লাখ টাকা, সংস্থার নিজস্ব তহবিল ১৭ কোটি ৮৫ লাখ টাকা, প্রকল্প সাহায্য ২ হাজার ৫৮৭ কোটি ৫২ লাখ টাকা। রামপালে আরও একটি কয়লা ভিত্তিক বিদ্যুৎ ব্লকের ভূমি উন্নয়নের জন্য জমি প্রস্তুত করা হবে। এই লক্ষ্য প্রকল্পটি চূড়ান্ত অনুমোদন দেয়া হয়।
বাংলাদেশেরপত্র/এডি/আর