Connecting You with the Truth

একেবারেই সাদামাটা বিয়ে সোহার

বিনোদন ডেস্ক:b-9
দীর্ঘদিন প্রেমের পর বিয়ের ছাদনাতলায় যাচ্ছেন সোহা আলি খান ও কুনাল খেমু। আগামী ২৫ জানুয়ারি তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। তবে সোহা জানিয়েছেন, মুম্বাইয়ের খারে এই অনুষ্ঠান হবে পুরোপুরি সাদামাটা। তবে ৩৬ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, ‘ধুমধাম না হলেও এটা স্মরণীয় আর বিশেষ হয়ে থাকবে।’ বিয়ের পর ফেব্র“য়ারিতে ‘ঘায়েল টু’ ছবির কাজ শুরু করবেন সোহা। তাই মধুচন্দ্রিমার সুযোগ নেই। অবশ্য কাজ শেষে আবহাওয়া ভালো মনে হলে কুনালকে নিয়ে ইউরোপে ঘুরতে যাবেন তিনি। দুই বছর আগে কারিনা কাপুরের সঙ্গে সোহার ভাই সাইফ আলি খানের বিয়ের অনুষ্ঠান হয়েছিলো পাঁচ দিন। কিন্তু সোহা-কুনাল একই পথে যাবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন। এই বিয়েতে থাকবেন শুধু দুই পরিবারের সদস্যরা। সাদামাটা পরিকল্পনা থাকলেও মেয়ের বিয়ে হচ্ছে বলে বেশ ফুরফুরে মেজাজে আছেন শর্মিলা ঠাকুর। তিনি বলেছেন, ‘আমি খুব খুশি। আমরা আনন্দে আছি। ওইদিন কী হবে জানি না, কিন্তু দিনটি অবশ্যই আমার জন্য আবেগময়।’ বিয়ের দিনক্ষণ নির্বাচন করেছেন সোহার মা ও কুনালের মা-বাবা। অনেকদিন প্রেমের পর সোহা ও কুনাল একই ছাদের নিচে থাকছেন।

Comments
Loading...