এক সপ্তাহ ধরে চট্টগ্রামে কমেছে গ্যাস সরবরাহ
মাহাবুর হাসান, চট্টগ্রাম: গত এক সপ্তাহ ধরে চট্টগ্রামে গ্যাস সরবরাহ কমে গেছে। পরিস্থিতি সামাল দিতে শিকলবাহা বিদ্যূত কেন্দ্রে সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। কর্নফুলী গ্যাস ডিষ্ট্রিবিউশন কোম্পানী (কেজিডিসিএল) বলছে গত সপ্তাহের তুলনায় হঠাৎ করে চট্টগ্রামে ৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস কম দেওয়া হচ্ছে।
বুধবার চট্টগ্রামে জাতীয গ্রীড থেকে গ্যাস সরবরাহ করা হয়েছে ২৩৬ মিলিয়ন ঘনফুট গ্যাস। যা গত সপ্তাহের তুলনায় ৫০ মিলিয়ন ঘনফুট কম। গত সপ্তাহে গড়ে ২৮০ মিলিয়ন ঘনফুট সরবরাহ পাওয়া গেছে বলে কেজিডিসিএল সুত্রে জানাগেছে।
কেজিডিসিএল এর জেনারেল ম্যানেজার প্রশাসন ফিরোজ খান জানান, “সম্ভবত গ্যাস ক্ষেত্রগুলোতে উৎপাদন কমে যাওয়াতে চট্টগ্রামে সরবরাহ কমিয়ে দেয়া হয়েছে, তাছাড়া দেশের গুরুত্বপূর্ণ কয়েকটি ক্ষেত্রের গ্রাহকদের চাহিদা বৃদ্ধি পাওয়াতে চট্টগ্রামে সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে।”
“ পরিস্থিতি সামাল দিতে রেশনিং করা হচ্ছে, বড় কয়েকটি গ্রাহককে সরবরাহ বন্ধ অথবা হ্রাস করা হয়েছে, পরিস্থিতি কবে নাগাদ উন্নতি হবে সে ব্যাপারে এখনিই কিছু বলা যাচ্ছেনা, উল্লেখ করেন তিনি।
কেজিডিসিএল সূত্রে জানাগেছে, জাতীয় গ্রীড থেকে সরবরাহ বন্ধ হয়ে যাওয়াতে শিকলবাহা পিকিং পাওয়ার প্লান্টে গত সোমবার থেকে গ্যাস সরবরাহ বন্ধ করা হয়েছে, এই কেন্দ্রে সর্বশেষ ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করতে হতো। একই সাথে কেজিডিসিএলের অপর বড় গ্রাহক কর্নফুলী ফার্টিলাইজার কোম্পানী কাফকোতেও স রবরাহ হ্রাস করা হয়েছে। বহুজাতিক এই প্রতিষ্ঠানটিতে ৫৯মিলিয়ন ঘনফুট চাহিদার বিপরীতে এখন ৪০মিলিয়ন ঘনফুট সরবরাহ করা হচ্ছে।
এদিকে, কেজিডিসিএলের জেনারেল ম্যানেজার প্রকৌশল খোন্দকার মতিউর রহমান বলেছেন, “আবাসিক ও শিল্প খাতের গ্রাহকদের চাহিদা পূরন করার চেষ্টা চলছে, অনেক এলাকায় রেশনিং করা হচ্ছে।”
এদিকে, রেশনিং এর কারণে নগরীর অনেক এলাকায় আবাসিক গ্রাহকরা তীব্র দূর্ভোগে পড়েছেন। বুধবার সকাল থেকে কোন প্রকার ঘোষণা ছাড়াই গ্যাস বন্ধ হয়ে যাওয়াতে রান্না করা যায়নি।
চক বাজার এলাকার গৃহীনি গুল নাহার বেগম বলেন, “পূর্ব ঘোষণা থাকলে আগে ভাগে প্রস্তুতি নিয়ে রাখা যায়, কিন্তুৃ কখন গ্যাস আসবে অথবা কখন বন্ধ হয়ে যাবে সেই ব্যাপারে জানা থাকলে দুর্ভোগ কিছুটা কমবে।”
বন্দর টিলা এলাকার গৃহীনি আফরোজা বেগম জানিয়েছেন, কয়েকদিন ধরে সকাল আটটার পর থেকে গ্যাস থাকেনা, দুপুরের দিকে কিছুক্ষনের জন্য গ্যাস পাওয়া গেলেও তা বেশিক্ষন থাকেনা।