এগিয়ে স্মিথ বোর্ডার ট্রফির দৌঁড়ে
স্পোর্টস ডেস্ক:
গেল বছর টেস্ট, ওয়ানডে আর টি-টোয়েন্টি অর্থাৎ, ক্রিকেটের তিন ফরম্যাটেই স্বর্ণফলা একটা বছর কাটিয়েছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার স্টিভ স্মিথ। সেই তুলনায় ডেভিড ওয়ার্নারের ভূমিকা ছিল একমুখী। টেস্টে দারুণ দাপট দেখালেও ওয়ানডে ক্রিকেটে তেমন ক্লিক করতে পারেননি অসি ওপেনার। অবশ্য বিশ ওভারি ক্রিকেটে প্রতাপ নিয়েই খেলেছেন। সেই হিসেবে আগামী মঙ্গলবার অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটারের নাম ঘোষণার আগে কিছুটা হলেও এগিয়ে রয়েছেন স্মিথ। মোট রানের হিসেবে অবশ্য খুব বেশি তফাত নেই দুজনের। স্মিথের ব্যাটে যেখানে ১২১২ রান এসেছে, সেখানে ১২০৯ রান করেছেন ওয়ার্নার।