Connecting You with the Truth

এবার টম অ্যান্ড জেরিতে জাকিয়া বারি মম

বিনোদন ডেস্ক:picchu-taan-bangla-natok-by-mamo
চলচ্চিত্র নিয়ে বেশ ব্যস্ত লাক্স তারকা জাকিয়া বারী মম। তবে চলচ্চিত্রের পাশাপাশি নাটকেও কাজ করছেন এই জনপ্রিয় অভিনেত্রী। সম্প্রতি তিনি ‘টম অ্যান্ড জেরি’ নামের একটি খণ্ডনাটকের শ্যুটিং শেষ করেছেন। নাটকের গল্পে দেখা যাবে, মম ভালোবাসেন একজনকে। মনের চোখে ভালোবাসার মানুষটি তিনি কল্পনা করলেও বাস্তবে তিনি তাকে দেখেননি। অর্থাৎ না দেখেই প্রেমে হাবুডুবু খাচ্ছেন। এরই মধ্যে মমর বিয়ে ঠিক করে পরিবারের সদস্যরা। এখন কী করবে মম? দেখা করতে যান পাত্রপক্ষের সঙ্গে। কিন্তু পাত্রও কেন জানি এ কন্যা দেখা নিয়ে বেশি আগ্রহী নন। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে তৈরি হয় মজার খেলা। এভাবেই নাটকের কাহিনী এগিয়ে যায়। নাটকে মমর বিপরীতে অভিনয় করেছেন অপূর্ব। জাকারিয়া সৌখিনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। এ নাটক প্রসঙ্গে মম বলেন, নাটকের গল্প অনেক মজার। অভিনয় করার সময় অনেক মজা করেছি। নাটকের নামের সঙ্গে দর্শক অনেক পরিচিত। আশা করি নাটকটি দর্শক উপভোগ করবেন।



Comments
Loading...