Connecting You with the Truth

এমএইচ১৭ ফ্লাইট ধ্বংস হওয়ার জন্য ইউক্রেইনই পুরোপুরি দায়ী- রাশিয়া

ইউক্রেনের পূর্বাঞ্চলে গত ১৭ জুলাই বিধ্বস্ত হয় এমএইচ ১৭। বিমানটি ২৯৮ জন আরোহী নিয়ে নেদারল্যান্ডসের আমস্টারডাম থেকে মালয়েশিয়ার কুয়ালালামপুর যাচ্ছিল। দুর্ঘটনায় আরোহীদের সবাই নিহত হন। পূর্ব ইউক্রেইনের রুশপন্থি বিদ্রোহীরা বিমানটিকে ভূপাতিত করেছে বলে অভিযোগ রয়েছে। তবে বিদ্রোহীরা এ অভিযোগ অস্বীকার করেছে।

মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী হিসামুদ্দিন হুসেইনের সঙ্গে মস্কোয় বৈঠককালে শোইগু বলেন, “দুর্ঘটনাটি ঘটেছে ইউক্রেইনের আকাশসীমায়। তারাই এর জন্য পুরোপুরি দায়ী”।

তিনি আরো বলেন, মর্মান্তিক এ দুর্ঘটনা এড়ানো যেত যদি ইউক্রেইন সামরিক অভিযান না চালিয়ে ওই অঞ্চলের সমস্যা সমাধান করত।

রাশিয়ার এক শীর্ষ সামরিক কর্মকর্তাও বলেছেন, বোয়িং বিধ্বস্ত হওয়া সম্পর্কে রাশিয়ার কোনো প্রশ্নের জবাব ইউক্রেইন দিতে পারেনি।

শোইগু বলেন, “আমরা ১০ টি সহজ প্রশ্ন নিয়ে এসেছিলাম যার উত্তর থেকে দুর্ঘটনা সম্পর্কে কিছুটা পরিষ্কার হওয়া যেত। কিন্তু দুঃখজনক যে আমরা একটি প্রশ্নেরও উত্তর পাইনি”।

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রণালয় ওই দুর্ঘটনা তদন্তে মালয়েশিয়াকে সহায়তা করতে প্রস্তুত বলে হুসেইনকে জানান শোইগু।

Comments
Loading...