Connecting You with the Truth

এ সরকার শিক্ষা বান্ধব সরকার: মোতাহার হোসেন এম.পি

Hatibandha Lalmonirhat News  30-01-2016

জাহাঙ্গীর আলম, হাতীবান্ধা: ‘‘বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। সরকার শিক্ষার উন্নয়নে ব্যাপক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশের শিক্ষার বিস্তারে বৈপ্লবিক পরিবর্তন এনেছেন।’’ গত শনিবার সকাল ১০ টায় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় আলিমুদ্দিন ডিগ্রী কলেজে উচ্চ মাধ্যমিক ও সম্মান ১ম বর্ষের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোতাহার হোসেন এম.পি একথা বলেন।
আলিমুদ্দিন ডিগ্রী কলেজের অধ্যক্ষ সরওয়ার হায়াত খাঁনের সভাপতিত্বে এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত নবীণ বরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অনুষ্ঠানের জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক প্রফেসর ড. মোঃ শামসুদ্দিন ইলিয়াস। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মিরু মোঃ আব্দুল বারী সাবেক অধ্যক্ষ, আলিমুদ্দিন ডিগ্রী কলেজ, মাহামুদুল হাসান সোহাগ, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ, হাতীবান্ধা উপজেলা শাখা, হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন প্রধান সহ বিভিন্ন কলেজের অধ্যক্ষগণ। অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ফুলের ষ্টীক সহ ফুলের পাপড়ি ছিটিয়ে অত্র কলেজের শিক্ষার্থীরা নবীণদের বরণ করে নেয়। নবীণ বরণ অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Comments
Loading...