Connecting You with the Truth

ওয়াটসনের নিউজিল্যান্ড ভক্তি

স্পোর্টস ডেস্ক:
বিশ্বকাপের ঐতিহাসিক ফাইনালে নিউজিল্যান্ডকে সাত উইকেটের বড় ব্যবধানে পরাজিত করেছে অস্ট্রেলিয়া। পাঁচবার শিরোপা জয়ী অজি দল তাই স্বভাবতই রোমাঞ্চিত। তবে নিউজিল্যান্ডের প্রসংশা করতে ক্লার্করা ভুলছেন না। যেমন অজি অলরাউন্ডার শেন ওয়াটসন গাইলেন ব্ল্যাক ক্যাপ স্তুতি। ওয়াটসন বলেন, ‘ওরা(নিউজিল্যান্ড) গত ছয় মাস ধরে সব ফরম্যাটেই ফর্মে রয়েছে। আর দলের অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম অসম্ভব ভালো কাজ করেছেন। পুরো দল জুড়েই তাদের রয়েছে বেশ কিছু ম্যাচ উইনার। তাদের বিপক্ষে জয় পাওয়াটা আমাদের জন্য অনেক বড় পাওয়া।’ পুরো টুর্নামেন্ট ধরে দর্শকরা যেই নিউজিল্যান্ডকে দেখে আসছিল, ফাইনাল নামক ‘মহারণ’ এ সেই নিউজিল্যান্ডকে একেবারেই খুঁজে পাওয়া যায়নি। ১৫০ রানে তিন উইকেট পড়ার পর ৩৩ রান যোগ করতেই গুটিয়ে যায় তাদের ইনিংস।

Comments
Loading...