ওয়ানডে ইতিহাসের সবচেয়ে দ্রুততম পাঁচ শতক
ক্রিকেটের ইতিহাসে দ্রুততম পাঁচ শতক নিয়েই আমাদের আজকের আয়োজন-
৫। ব্রায়ান লারা
সাবেক ক্যারিবিয়ান ব্যাটসম্যান ব্রায়ান লারার ক্যারিয়ারের দ্রুততম এই রেকর্ডটি করেছিলেন মাত্র ৪৫ বলে। প্রতিপক্ষ ছিল বাংলাদেশ।
৪। মার্ক বাউচার
২০০৬ সালে সাবেক দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক কাম ব্যাটসম্যান মার্ক বাউচারের ৪৪ বলে করা সেঞ্চুরিটি ওয়ানডে ক্রিকেট ইতিহাসে চতুর্থ দ্রুততম শতক। এই ম্যাচে প্রতিপক্ষ ছিল জিম্বাবুয়ে।
৩। শহিদ আফ্রিদি
তৃতীয় স্থানে রয়েছেন পাকিস্তানি হার্ডহিটার অলরাউন্ডার শহিদ আফ্রিদি। ১৯৯৬ সালে শ্রীলংকার বিপক্ষে ৩৭ বলে করা শতকের সেঞ্চুরিটি ১৬ বছর অক্ষত ছিল।
২। কোরি এন্ডারসন
দ্রুততম শতকের সাম্প্রতিক রেকর্ডটি গড়েন নিউজিল্যান্ডের ব্যাটসম্যান কোরি এন্ডারসন। ৩৬ বলে তার করা শতকের প্রতিপক্ষ ছিল জিম্বাবুয়ে।
১। এবি ডি ভিলিয়ার্স
সর্বশেষ গত রবিবার ১৮ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩১ বলে সেঞ্চুরি করে দ্রুততম শতকের নয়া রেকর্ডটি গড়েন প্রোটিয়া অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স।