কবরীর ছবিতে শুভ
‘আয়না’র পর অনেকদিন ধরেই চলচ্চিত্র পরিচালনার পরিকল্পনা করছিলেন বর্ষীয়ান অভিনেত্রী কবরী। অবশেষে গুছিয়ে এনেছেন তিনি। এর নাম রাখা হয়েছে ‘এই তুমি সেই তুমি’। এতে অভিনয় করবে আরিফিন শুভ। তার নায়িকা নেওয়া হচ্ছে কলকাতা থেকে। পরিচালনার পাশাপাশি ছবিটিতে অভিনয়ও করবেন কবরী। এ ছাড়াও থাকছেন আলমগীর। এরইমধ্যে ছবিটির একটি গান তৈরির কাজ শুরু হয়েছে। এটি লিখছেন কবির বকুল। সংগীত পরিচালনা করবেন শওকত আলী ইমন। এ প্রসঙ্গে কবরী সারোয়ার বলেন, ‘দেশের চলৎ পরিস্থিতি স্থিতিশীল হলেই ছবিটির কাজ শুরু করতে চাই। এ ছবির গল্প, সংলাপ, চিত্রনাট্যও আমারই লেখা। শিগগিরই মহরত করবো।’ কবরী পরিচালিত প্রথম ছবি ‘আয়না’য় অভিনয় করেন ফেরদৌস ও সোহানা সাবা।