Connecting You with the Truth

কাউনিয়ায় আলুর ন্যায্য মূল্য না পাওয়ায় চাষিদের মাথায় হাত

কাউনিয়া প্রতিনিধি, রংপুর:
২০ দলীয় জোটের ডাকা অবরোধ আর হরতালের কারণে রংপুরের কাউনিয়ায় আলুচাষিরা চোখে সর্ষে ফুল দেখছে। আলুর ন্যায্য মূল্যে না পাওয়ায় তাদের উৎপাদন খরচ তুলতে পারছেন না অনেকেই।
অপরদিকে স্থানীয় কোল্ড স্টোরগুলো বন্ধ থাকায় এ এলাকার কৃষকেরা আলু সংরক্ষণও করতে পারছেন না। ফলে কষ্টার্জিত এ ফসল পানির দামে বিক্রয় করতে বাধ্য হচ্ছেন তারা। গত বছর এ সময়ে নতুন আলু জাত ভেদে প্রতি বস্তা ৯শ’ থেকে ১৫শ’ টাকা দরে বিক্রয় হয়েছে। এবার সে আলু ৪শ’ থেকে সর্বোচ্চ ৮শ’ টাকা বস্তা দরে বিক্রয় হচ্ছে বলে একাধিক চাষি জানিয়েছেন। চাষিরা ভালো দাম পাওয়ার আশায় চলতি মৌসুমে প্রায় ১০০০ হেক্টর জমিতে আগাম আলুর চাষ করেছিল। মৌসুমের শুরুতে প্রতি বস্তা আলু দুই হাজার থেকে ২২শ’ টাকা দরে বিক্রি হলেও ২০ দলের ডাকা অনির্দিষ্টকালের অবরোধের কারণে আলু বাজারে হঠাৎ ধস নেমেছে বলে জানিয়েছেন কৃষকেরা।
স্থানীয় ঠাকুরদাস গ্রামের আলুচাষি আশরাফুল ইসলাম, নাজিরদহ গ্রামের আ. হাইসহ এলাকার একাধিক চাষির সাথে কথা বলে জানা গেছে, মৌসুমের শুরুতে স্থানীয় বাজারে আশানরূপ দাম পাওয়া গেলেও রাজনৈতিক অস্থিরতার কারণে বাজারে আলুর দাম অত্যধিক মাত্রায় কমে গেছে। ফলে তাদের মূলধন ওঠে না আসার আশঙ্কাও রয়েছে বলে জানান তারা। তারা বলেন, এ বছর যে ফলন হয়েছে তাতে বর্তমান বাজারে তাদের খরচের টাকাই হয়ত উঠবে না।
উপজেলা কৃষি কর্মকর্তা শামিমুর রহমান জানান, চলতি মৌসুমে ৪ হাজার ২শ’ ৮০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের আলু চাষ হয়েছে। তবে তিস্তা তীরবর্তী গ্রামগুলোতে গ্রানুল্যা, কার্ডিনাল, স্টিকস, ডায়মন্ড, পাকড়ি, লাল বগুড়াই, দেশি সিল, বিলাতি লরা, করেজ জাতীয় আগাম আলু চাষ করা হয়েছে। এ পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকায় আলুর ভালো ফলন পাওয়ার আশা করছে কৃষি বিভাগ। তবে চূড়ান্ত সাফল্য পেতে দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতির স্থিতিশীলতার প্রতি জোর দেন স্থানীয় কৃষি কর্মকর্তারা।

Comments
Loading...