কাউন্সিলর প্রার্থী জসিমের সমর্থনে মতবিনিমিয় সভা
ব্যুরো অফিস, চট্টগ্রাম:
৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড এর কাউন্সিলর পদপ্রার্থী মো. জহুরুল আলম জসিমের সমর্থনে ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী যুবলীগের উদ্যোগে বিশ্বব্যাংক কলোনীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
যুবনেতা তারেক জামালের এর পরিচালনায় ও মো. শামীমের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কাউন্সিলর পদপ্রার্থী মো. জহুরুল আলম জসিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের এ ইউনিটের সভাপতি হেকিম খন্ডকার মো. হোসেন, বি ইউনিট আওয়ামী লীগের সভাপতি মো. জসিম উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগ নেতা আবদুল মান্নান। অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, মহানগর আওয়ামী যুবলীগ সদস্য আবু সুফিয়ান, ওয়ার্ড যুবলীগ নেতা আনোয়ার হোসেন, আনিছ চৌধুরী রাজন, মো. ওয়াসিম, শামীম আহমদ সুমন, শফিকুল ইসলাম, ওয়াসিম, ফারুক, খন্ডকার সোহেল, নাইমুল ইসলাম, রাসেল, মামুন, কাউসার, লিটন, মো. বেলাল, নীলতারা যুবসংঘের আহ্বায়ক মো. এস এ এস নিলয় চৌধুরী, সদস্য সচিব লিটন প্রমুখ।
বক্তারা ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডের সার্বিক উন্নয়নের লক্ষ্যে অর্থাৎ এলাকার রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, পানির সমস্যা সমাধান, সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজমুক্ত এলাকা গঠন সর্বোপরি শিক্ষার মান উন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোর উন্নয়ন, জনগণের মৌলিক অধিকার পূরণের জন্য তরুণ সমাজসেবক মো. জহুরুল আলম জসিমকে কাউন্সিলর পদে বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান জানান।