Connecting You with the Truth

প্রবাসী শিল্পী শাহানা কাজীর নতুন অ্যালবাম ‘ভালোবাসার কথা’

Shahana Quazi (1)
শাহানা কাজী

বিনোদন ডেস্ক: কানাডায় বসবাসকারী বাংলাদেশি শ্রোতা-দর্শকদের কাছে পরিচিত নাম শাহানা কাজী। গানে-সুরে মঞ্চ মাতিয়ে তাদের মন জয় করেছেন প্রবাসী এই কণ্ঠশিল্পী। প্রথম একক অ্যালবামের বিভিন্ন গানের ভিডিওতেও নজর কেড়েছেন শাহানা। এবার আসছে তার দ্বিতীয় একক।
শাহানা কাজী বাংলাদেশী বংশোদ্ভূত কানাডিয়ান কন্ঠশিল্পী। কানাডার টরন্টো থেকে গত বছর পহেলা বৈশাখে তার প্রথম বাংলা গানের অ্যালবাম প্রকাশ পায়। ‘ভালোবাসার কথা’ নামের অ্যালবামের নয়টি গানই লিখেছিলেন কবির বকুল। শিল্পী জানান, এবার তিনি দ্বিতীয় এককের প্রস্তুতি নিচ্ছেন। এতে কাজ করবেন নামী-দামী গীতিকার-সুরকার ও সংগীত পরিচালকেরা। Shahana Quazi (2)
এদিকে শাহানা প্রথম অ্যালবামের সুফল পাচ্ছেন ফেসবুকেও। ফেসবুক ফ্যান পেজে তার ভক্তের সংখ্যা দাঁড়িয়েছে সাড়ে ছয় লাখ! এছাড়া ইনস্টাগ্রাম ও ইউটিউবেও তার অসংখ্য ভক্ত। শাহানা বলেন, ‘শ্রোতা-ভক্তদের সাড়া পেয়ে দ্বিতীয় অ্যালবামের কাজ শুরু করেছি।’
টরেন্টোর ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে পড়াশুনা করেছেন শাহানা। এছাড়া কানাডার সংগীত প্রতিষ্ঠান ‘মেরিয়াম স্কুল অব মিউজিক’ থেকে সংগীতের ওপর শিক্ষা নিয়েছেন। ব্যক্তিগত জীবনে সংগীত অনুশীলনের পাশাপাশি তিনি টরন্টোর একটি আইটি প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত।

Comments
Loading...