কাবুলে তুর্কী দূতাবাসের গাড়িতে হামলা, নিহত ২
আফগানিস্তানের রাজধানী কাবুলে তুর্কী দূতাবাসের বাইরে গাড়িবোমা হামলায় কমপক্ষে ২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে ব্যস্ত সময়ে দূতাবাসটির বাইরে রাখা একটি গাড়ি লক্ষ্য ওই হামলা চালানো হয় বলে স্থানীয় পুলিশ এবং সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে আল জাজিরা। আল জাজিরা বলছে, বৃহস্পতিবার সকালে এক হামলাকারী বিস্ফোরক বোঝাই গাড়িটি চালিয়ে ঘটনাস্থলে আসেন এবং তুর্কী দূতাবাসের বাইরে দাঁড়িয়ে থাকা গাড়ির কাছে এসে তিনি বিস্ফোরণ ঘটান। হামলায় এক তুর্কী নাগরিক এবং এক আফগান পথচারী নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় এক পুলিশ কর্মকর্তা। আফগানিস্তানের উপ স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আয়ুব সালানগি সংবাদ সংস্থা এপিকে বলেছেন, হামলায় দূতাবাসের গাড়িটি বিধ্বস্ত হয়েছে। এছাড়া হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলেও আশঙ্কা করেছেন তিনি। হামলা সম্পর্কে তিনি সাংবাদিকদের জানান,‘তুর্কী দূতাবাসকে লক্ষ্য করেই ওই হামলা চালানো হয়েছে।’ এদিকে এই আত্মঘাতী হামলার দায়িত্ব স্বীকার করেছে তালেবান গোষ্ঠী। এক বিবৃতিতে তারা জানিয়েছে, বিদেশি সেনাদের গাড়ি লক্ষ্য করে চালানো এ হামলায় বহু মানুষ আহত হয়েছে। কাবুলে তুর্কী এবং ইরান দূতাবাস দুটি পাশাপাশি অবস্থিত। ফলে তুর্কী দূতাবাস লক্ষ্য করে হামলাটি চালানো হলেও ইরান মিশনের প্রবেশ পথের কাছেই গাড়িটি বিস্ফোরিত হয়। গত কয়েক মাসের মধ্যে দ্বিতীয়বারের মত কাবুলে বিদেশি দূতাবাসের গাড়ি লক্ষ্য করে আত্মঘাতী হামলার ঘটনা ঘটলো। গত নভেম্বরে ব্রিটিশ দূতাবাসের গাড়িতে হামলা চালিয়েছিল সন্ত্রাসীরা।