Connecting You with the Truth

কুকুরের স্মার্টফোন!

doggyরকমারি ডেস্ক:
কুকুরের জন্যই একধরনের বিশেষ স্মার্ট ডিভাইস নিয়ে আসলো মটোরোলা। ‘স্কাউট ৫০০০’ নামের ডিভাইসটি পোষা কুকুরের জন্য এমন বিশেষ স্মার্টফোন, যা মনিবের সঙ্গে তার সর্বক্ষণ যোগাযোগ রাখতে সাহায্য করবে। বিশেষ ‘কলার’-এর সাহায্যে কুকুরের গলায় ঝুলিয়ে রাখা স্মার্টফোনটি তার অবস্থান, গতিবিধি, স্বাস্থ্যজনিত তথ্য-সহ সব আপডেটস
সরবরাহ করবে মনিবের কাছে। এমনকি মনিব ডাকলে তারও জবাব দিতে পারবে বিশেষ মাইক্রোফোনের মাধ্যমে। স্মার্টফোনটিতে থাকবে থ্রিজি, ব্ল“টুথ, ইন্টারনেট সংযোগ, ওয়াইফাই-সহ যাবতীয় প্রযুক্তিগত সুবিধা। ফোনটি নিয়ে পশুপ্রেমী, বিশেষ করে কুকুরপ্রেমীদের মধ্যে ব্যাপক কৌতূহল দেখা দিয়েছে। তবে স্মার্টফোনটি এখনই হাতে পাবেন না গ্রাহকেরা। তার জন্য অপেক্ষা করতে হবে আগামী জুন মাস পর্যন্ত। স্মার্টফোনটির দাম পড়বে ১৯৯ ডলার।

Comments
Loading...