চট্টগ্রামে চুরি হয়ে যাওয়া গ্যাস সিলিন্ডার পিকাপসহ উদ্ধার; আটক ২
চট্টগ্রাম ব্যুরো: গত ৩ দিন চট্টগ্রাম, কুমিল্লা ও ফেনী তে অভিযান চালিয়ে চুরি হয়ে যাওয়া ৭৪ টি এসপি গ্যাস সিলিন্ডার ও চুরির কাজে ব্যবহৃত ১টি পিকআপ চট্টমেট্রো ম-৫১-০১৫০ উদ্ধার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ।
ডিবি পুলিশ জানায়, চট্টগ্রামে পাহাড়তলী এলাকা হতে গত শুক্রবার আলা উদ্দীন ও জয়নাল আবেদীন কে গ্রেফতার করে তাদের দেওয়া তথ্য মতে চোরাই যাওয়া ৮৯টি সিলিন্ডারের মধ্যে ৭৪টি সিলিন্ডার ফেনী জেলা দাগন ভূইয়া থানার রামচন্দ্রপুর এলাকা হতে উদ্ধার করে।
উল্লেখ, গত ২৬ জানুয়ারি জনৈক লোকমান গোয়েন্দা বিভাগে অভিযোগ করেন যে, তিনি এলপি গ্যাস ডিলার এবং প্রতিদিন নিয়মিতভাবে চট্টগ্রামের সীতাকুন্ড কারখানা হতে সিলিন্ডার নিয়ে হাটহাজারী এলাকায় বিক্রি করেন। গত ২৫ জানুয়ারি সকাল ০৮.০০ ঘটিকার দিকে তার ব্যবসায়ীক পিকআপ চট্টমেট্রো ম-৫১-০১৫০ করে ৮৯টি সিলিন্ডার সীতাকুন্ড এলাকায় হতে রিফিল করে হাটহাজারী উদ্দেশ্যে রওয়ানা করে। নির্দিষ্ট সময়ে ঐ গাড়ি তার কারখানা পৌছায় তিনি উক্ত পিকআপ চালকের সাথে যোগাযোগ করলে সে আকবরশাহ থানাধীন সিটি গেইট এলাকায় আছে বলে জানায়। কিন্তু নির্দিষ্ট সময়ে কারখানায় উক্ত মালামাল নিয়ে না পৌছায় মোবাইলে যোগাযোগের চেষ্টা করলে ফোন বন্ধ পেয়ে বিভিন্ন জায়গায় খুজাখুজি করে। পরবর্তীতে ২৬/০১/২০১৬ খ্রিঃ তারিখ সকাল ০৮.৩০ ঘটিকার সময় পিকআপ চালক জয়নাল তার ভাইয়ের মোবাইলে ফোন করে ৩ লক্ষ টাকা দিলে গাড়ি ও মালামাল ফেরৎ দিবে বলে জানায়। পরে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা বিভাগে অভিযোগের ভিত্তিতে ডিবির একটি টিম বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে বর্ণিত মালামাল, পিকআপ এবং জড়িত আসামীদের গ্রফতার করতে সক্ষম হয়।
গত বৃহস্পতিবার গোয়েন্দা (ডিবি উত্তর ও দক্ষিণ) বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মহোদয়ের তত্ত্বাবধানে ইন্সপেক্টর জনাব আব্দুর রহিম এর নেতৃত্বে এসআই/আফতাব হোসেন, এএসআই/আজমীর শরীফ, এএসআই/আজহার ও সঙ্গীয় ফোর্স সহ আসামী ১) আলা-উদ্দিন, পিতা-নুর আলম, মাতা-জোসনা বেগম, সাং-দক্ষিণ পশ্চিম জোয়ার, লাতুনি বাপের বাড়ি, থানা-জোরারগঞ্জ, জেলা-চট্টগ্রাম, বর্তমানে- আব্দুল আলী নগর, জোলাপাড়া, তৈয়ুব আলীর বাসায় ৩নং রুম, থানা-পাহাড়তলী, জেলা-চট্টগ্রাম, ২) জয়নাল আবেদীন (৩০), পিতা-মৃত মুছা করিম উল্লাহ, মাতা-আনোয়ারা বেগম , সাং-দক্ষিণ আলী নগর, মোতালেব ড্রাইভারের বাড়ি, থানা- জোরারগঞ্জ, জেলা-চট্টগ্রাম, ৩) একরাম হোসেন (২৫), তিপা-আব্দুস সোবহান, সাং-রামচন্দ্রপুর, জামাল উদ্দিন ব্যাপারী বাড়ি, থানা-দাগনভূইয়া, জেলা-ফেনী’দের গ্রেফতার করেন।