কুসুম শিকদারের নতুন পরিচয়
বিনোদন ডেস্ক:
অভিনেত্রী কুসুম শিকদার বরাবরই জনপ্রিয়। টেলিভিশন নাটক, চলচ্চিত্র ও গানের পর এবার উন্মোচিত হতে যাচ্ছে তার নতুন পরিচয়। সবার সামনে কুসুম সিকদার আসছেন কবিরূপে। আসছে অমর একুশে বইমেলায় কুসুমের লেখা কবিতা নিয়ে বই প্রকাশিত হচ্ছে। বইয়ের নাম নীল ক্যাফের কবি। কুসুম জানান লেখালেখির অনুপ্রেরণা কুসুম পেয়েছেন তার পরিবার থেকে। তিনি জানান, তার ভাই শাহনেওয়াজ কবীর লেখালেখির সঙ্গে যুক্ত। স্কুলে পড়ার সময় ভাইয়ের সঙ্গে কুসুম প্রায়ই বিশ্বসাহিত্য কেন্দ্রে যাওয়া-আসা করতেন। লেখার পোকা মাথায় ঢোকার কথা মনে করে তিনি বলেন, ‘সেখানে নামকরা অনেক লেখকের সংস্পর্শে আসার সুযোগ হয়। সেই থেকেই শুরু। কুসুম বলেন, মানুষের সম্পর্কের সঙ্গে প্রকৃতির পরিবর্তনের মিল এবং তুলনা আমার লেখার মধ্যে তুলে ধরার চেষ্টা করি। নীল ক্যাফের কবি বইটিতে মোট ৩৪টি কবিতা থাকছে। জানা গিয়েছে, অন্বেষা প্রকাশন থেকে প্রকাশিত হতে যাওয়া বইটির প্রচ্ছদ ও অলংকরণ করবেন শিল্পী ধ্রুব এষ।