Connecting You with the Truth

কুড়িগ্রামের ধরলা ব্রীজে নতুন করে আরোপিত টোল প্রত্যাহারের দাবীতে সপ্তাহব্যাপী কর্মসূচী

Kurigram Dharala Bridge news photo 01.09.15

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের ধরলা ব্রীজে নতুন করে আরোপিত টোল প্রত্যাহারের দাবীতে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচী ঘোষনা করা হয়েছে।নাগরিক অধিকার আন্দোলন, কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার সকালে কুড়িগ্রাম প্রেসক্লাবে বিশিষ্ট নাগরিকদের নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ কর্মসূচী ঘোষনা করা হয়।

এ সময় বক্তব্য রাখেন জেলা আইনজীবি সমিতির সভাপতি এ্যাডভোকেট আব্রাহাম লিংকন, আওয়ামীলীগ নেতা অলক সরকার, ছানা লাল বকসী, সাঈদ হাসান লোবান, জাকের পার্টির সভাপতি সাবেক অধ্যক্ষ মজিবর রহমান, জাসদ নেতা এমদাদুল হক এমদাদ, বাসদ নেতা মোনাব্বার হোসেন মিন্টু, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও নাগরিক অধিকার আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার সদস্য সচিব শ্যামল ভৌমিক, রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদার হোসেন বুলু, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি জ্যোতি আহমদ, সাধারণ সম্পাদক দুলাল বোস, আটো চালক সমিতি সভাপতি হুরুন উর রশিদ প্রমূখ।

এতে সভাপতিত্ব করেন কুড়িগ্রাম পৌরসভার সাবেক চেয়ারম্যান ও নাগরিক অধিকার আন্দোলনের আহবায়ক কাজিউল ইসলাম।

বক্তারা বলেন, ২০০৩ সালে ধরলা ব্রিজ উদ্বোধন হওয়ার পর বাস, ট্রাক, মিনিবাস ও মাইক্রো, কাভার্ড ভ্যান ব্যাতিত অন্য কোন যানবাহনে টোল নেয়া হত না। অথচ আকষ্মিক ভাবে গত ২৬ আগষ্ট থেকে সাইকেল, রিক্সা, ঠেলাগাড়ি, ভ্যানগাড়ি, অটো, মটরসাইকেল, ঘোড়ার গাড়ি, গরুর গাড়িতে টোল নেয়া হচ্ছে।

উক্ত টোল প্রত্যাহারের দাবীতে কর্মসূচী গুলো হলো- আগামী ২ সেপ্টেম্বর ২০১৫ ইং বুধবার সকাল ১১.০০ টায় শহীদ মিনার চত্বরেÑমানব বন্ধন ও প্রধান মন্ত্রী বরাবরে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি পেশ। ৩ সেপ্টেম্বর ২০১৫ ইং বৃহস্পতিবার সকাল ১১.৩০ টায় নাগেশ্বরী বাস ষ্ট্যান্ডেÑসমাবেশ। ৪ সেপ্টেম্বর ২০১৫ ইং শুক্রবার বিকাল ৪.০০ টায় পাটেশ্বরী বাজার, ভোগডাঙ্গায়Ñপথসভা। ৬ সেপ্টেম্বর ২০১৫ ইং রবিবার, বিকাল ৪.০০ টায় ঘোগাদহ বাজারেÑপথসভা। ৮ সেপ্টেম্বর ২০১৫ ইং মঙ্গলবার, বিকাল ৪.০০ টায় যাত্রাপুর হাটেÑপথসভা। ১৩ সেপ্টেম্বর ২০১৫ ইং রবিবার, সকাল ১১.০০ থেকে দুপুর ১.০০টা পর্যন্ত শহীদ মিনার জিরো পয়েন্টেÑগণসমাবেশ ও সড়ক অবরোধ কর্মসূচী পালিত হবে।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Comments
Loading...