Connecting You with the Truth

কুড়িগ্রামে আইডিবি’র ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস পালন

kurigram-ideb-protistha-barshiki-rally-photo-08-11-16শাহ্ আলম, কুড়িগ্রাম: ‘স্কিল ফর ফিউচার ওয়ার্ল্ড অব ওয়ার্ক’ এই শ্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে পালিত হল আইডিবি’র ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস। আজ মঙ্গলবার দিনব্যাপী কর্মসূচীর উদ্বোধন করেন প্রধান অতিথি কুড়িগ্রাম টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ জমিদার রহমান। দিনব্যাপি কর্মসূচির মধ্যে ছিল পায়রা উন্মুক্তকরণ, র‌্যালি ও আলোচনা সভা। ইনস্টিটিউিট অব ডিপ্লোমা ইনিঞ্জিনীয়ার্স (আইডিবি) কুড়িগ্রাম জেলা শাখা অনুষ্ঠানের আয়োজন করে। দিবসটি উপলক্ষে সকালে শহরের জেলা পরিষদ সুপার মার্কেটের আইডিবি অফিস চত্বরে ফিতা কেটে ও পায়রা উড়িয়ে দিবসের সূচনা করা হয়। এসময় কুড়িগ্রাম পৌরসভার নির্বাহী প্রকৌশলী কামাল আহমেদ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আইডিবি’র সাধারণ সম্পাদক বকুল চন্দ্র সাহা, যুগ্ম সম্পাদক খায়রুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আল-আমিন, ছাত্র বিষয়ক সম্পাদক সুমন কুমার সাহা প্রমুখ।
আলোচনা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে জেলার বিভিন্ন দপ্তরে কর্মরত সদস্য প্রকৌশলীবৃন্দ, সরকারি-বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহন করে।বিডিপত্র/আমিরুল

Comments
Loading...