Connecting You with the Truth

কুড়িগ্রামে পারস্পরিক শিখন কর্মসূচির জেলা পর্যায়ের কর্মশালা

কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত পারস্পরিক শিখন কর্মসূচির জেলা পর্যায়ের নেটওয়ার্ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গত কাল দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলা হলরুমে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এ বি এম আজাদ। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্থানীয় সরকার বিভাগের পরিচালক মো. ইমতিয়াজ হোসেন। কর্মশালায় কুড়িগ্রাম জেলার ৯টি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাগণসহ ৭২টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠিানের পরিচালকগণ উপস্থিত ছিলেন। এতে ইউনিয়ন পরিষদের পাস্পারিক শিখন পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা ও শিখন কর্মকাণ্ডসমূহ অন্যান্য ইউনিয়নে কিভাবে ছড়িয়ে দেয়া যায় সে বিষয়ে কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।

Comments
Loading...