কুড়িগ্রামে সহকারী শিক্ষকদের মানব বন্ধন
কুড়িগ্রাম প্রতিনিধি: ৮ম জাতীয় বেতন স্কেলে সিলেকশন গ্রেড, টাইম স্কেল ও ১০ গ্রেড থেকে ৯ম গ্রেডে উন্নীতকরনের দাবীতে কুড়িগ্রামে মানব বন্ধন করেছে সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।
বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ সরকারী মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি এ মানব বন্ধনের আয়োজন করে।
ঘন্টাব্যাপী মানব বন্ধনে জেলার সকল সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা অংশ নেয়।
মানব বন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক কফিল উদ্দিন ও যুগ্ন আহবায়ক দেওয়ান এনামুল হক প্রমুখ।
মানব বন্ধনে বক্তারা ৮ম জাতীয় বেতন স্কেলে সিলেকশন গ্রেড, টাইম স্কেল পুর্ণবহাল, বর্তমান ১০ গ্রেড হতে ৯ম গ্রেডে উন্নীত করন, শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেল ঘোষনা, শুন্যপদে নিয়োগ ও পদন্নতি প্রদানের দাবী জানান।
বাংলাদেশেরপত্র/এডি/আর