কুড়িগ্রাম রৌমারীতে ছাত্রলীগের হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল
রৌমারী(কুড়িগ্রাম)প্রতিনিধি: দেশ ব্যাপি ২০ দলীয় বিএনপি জামায়াতের আগুন, সন্ত্রাস, অবরোধ ও হরতাল নাশকতার বিরুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগ রৌমারী উপজেলার শাখার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল করেন। গতকাল বুধবার সকাল ১১টায় দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে রৌমারী উপজেলার প্রধান প্রধান সড়কগুলি প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা সংসদ চত্ত্বরে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত এক পথসভায় বক্তব্য রাখেন, ছাত্রলীগের সভাপতি সোহেল রানা,সাধারণ সম্পাদক সালমান ফারসি তুষার প্রমুখ।