Connecting You with the Truth

কেনিয়ার গ্যারিসা বিশ্ববিদ্যালয়ে জঙ্গি হামলায় নিহত ১৪৭, অভিযানে মারা গেছে ৪ হামলাকারী

kenya1আন্তর্জাতিক ডেস্ক:    কেনিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকার গারিসা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃহস্পতিবার হামলা চালিয়েছে আল শাবাব জঙ্গিগোষ্ঠী। এ হামলায় কমপক্ষে ১৪৭ জন নিহত এবং আরো ৭৯ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে ভারি গুলির শব্দে কেঁপে ওঠে গারিসা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সোমালিয়ার সীমান্তের কাছে অবস্থিত ওই বিশ্ববিদ্যালয়ে অনেকক্ষণ ধরে গোলাগুলি এবং বিস্ফোরণের শব্দ শোনা যায়।

প্রত্যক্ষদর্শীরা আরো জানিয়েছেন, সকালে ফজরের নামাজের সময় বিশ্ববিদ্যালয়ের মসজিদে হামলা চালায় বন্দুকধারীরা। তবে অন্য একটি ভবন থেকেও ধোঁয়া উড়তে দেখা গেছে।

কেনিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা জানিয়েছেন, ক্যাম্পাস থেকে পাঁচ শতাধিক শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে।  স্বরাষ্ট্র মন্ত্রী জোসেফ এনকাইসারি জানিয়েছেন, হামলাকারীদের চার জন নিহত হয়েছে। নিরাপত্তা বাহিনী ওই এলাকায় অভিযান চালাচ্ছে।

আল কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট জঙ্গিগোষ্ঠী আল শাবাব এ হত্যার দায় স্বীকার করে বলেছে, তারা শুধু খ্রিস্টান শিক্ষার্থীদের বেছে বেছে হত্যা করেছে। এটা সোমালিয়াতে আল শাবাবের বিরুদ্ধে কেনিয়ার অভিযানের প্রতিশোধ।

আল শাবাবের মুখপাত্র শেখ আলী মোহাম্মদ রেজ বার্তাসংস্থা এএফপিকে টেলিফোনে জানিয়েছেন, তাদের বন্দুকধারীরা বিশ্ববিদ্যালয়ে মুসলিম ও অমুসলিম শিক্ষার্থীদের আলাদা করে মুসলিমদের নিরাপদে চলে যেতে দিয়েছে।

আলী আরো বলেছেন, সোমালিয়াতে আফ্রিকান ইউনিয়নের আল শাবাব বিরোধী অভিযানে কেনিয়া অংশ নেয়ায় এটা প্রতিশোধ স্বরূপ আক্রমণ।

সূত্র: বিবিসি

Comments
Loading...