দেশজুড়ে
কেশবপুরে চেয়ারম্যানের বিরুদ্ধে ৯ মেম্বারের সংবাদ সম্মেলন
কেশবপুর প্রতিনিধি, যশোর:
মঙ্গলবার সন্ধ্যায় কেশবপুর প্রেসক্লাবে উপজেলার ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন তারই পরিষদের ৯ জন ইউপি মেম্বার।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ২ নম্বর ওয়ার্ড মেম্বার মোহাম্মদ আলী সিদ্দিকী। লিখিত বক্তব্যে উল্লেখ করেছেন যে, গত ১৬ মার্চ তিনিসহ পরিষদের ৯ জন মেম্বার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা এনে যশোর জেলা প্রশাসক বরাবর আবেদন করেছেন। পাশাপাশি গত ২০১১ সালে নির্বাচিত হওয়ার পর থেকে পরিষদের কোন মাসিক মিটিং তিনি করেন নি। পরিষদের ট্রেড লাইসেন্সে, জন্ম নিবন্ধন, ওয়ান পার্সেন্ট, খোয়াড়, হোল্ডিং ট্যাক্স , মালায়েশিয়া নিবন্ধন ট্যাক্স, ভিজিডির ৩শ’ কার্ড থেকে ২ বার প্রতিজন থেকে ২শ’ টাকা হারে নেয়া, অতি দরিদ্রদের নিকট থেকে ৪০ দিনের কর্মসৃজন প্রকল্পের ৩১২ জনের নিকট থেকে ১শ’ টাকা হারে গ্রহণ। সরকারের ওয়ান পর্সেন্টের টাকা থেকে ইউনিয়ন পরিষদের পুরাতন ভবন সংস্কারের জন্য ১ লাখ টাকা ও একই স্থানে বাথরুম নির্মাণের জন্য ২৫ হাজার টাকা কোন কাজ না করেই আত্মসাৎ করেছেন। এ ছাড়াও বিভিন্ন প্রকল্প থেকে আনুমানিক ২০ লাখ টাকা আত্মসাত করেছেন। এ সময় উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা মেম্বার মোসাম্মদ আনোয়ারা বেগম, মোসাম্মদ নারগিস বেগম, মেম্বার মাসুদ পারভেজ জুয়েল, মো. গোলাম মোস্তফা বাবু, নুরুল ইসলাম, আজিজুর রহমান, আলমগীর কবীর ডালু।
এ ব্যাপারে ত্রিমোহিনী ইউপি চেয়ারম্যান নুরুল ইসলামের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি তার বিরুদ্ধে আনীত অভিযোগ সঠিক নয় বলে জানান।
-
আন্তর্জাতিক8 years ago
গ্রিস প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা
-
আন্তর্জাতিক8 years ago
যুক্তরাষ্ট্রে দুটি বিমানের সংঘর্ষে ৪ জনের মৃত্যু
-
স্বাস্থ্য8 years ago
গলা ব্যথার কারণ ও চিকিৎসা
-
দেশজুড়ে8 years ago
আজ চন্দ্র গ্রহন সন্ধা ৬টা ১২ মিনিট থেকে রাত ৮ টা ৫৯ মিনিট পর্যন্ত
-
বিবিধ9 years ago
আর অটো রিক্সা নয় এবার অবিশ্বাস্য কম দামের গাড়ি!
-
জাতীয়8 years ago
আন্তর্জাতিক নারী দিবস আজ
-
জাতীয়9 years ago
স্বাধীনতা যুদ্ধের পটভূমি ও মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা
-
ফিচার8 years ago
বাংলাদেশের ৬৪ জেলার নামকরণের ইতিহাস