Connecting You with the Truth

কোটচাঁদপুরে সড়ক দুর্ঘটনায় কারারক্ষী নিহত

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ:
ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রাক- মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নামজুল হাসান (২৮) নামের মেহেরপুর জেলার এক কারারক্ষী নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার বাসস্ট্যান্ডে। সে যশোর জেলার মনিরামপুর ষোলখাদা গ্রামের কাশেমের ছেলে।
কোটচাঁদপুর থানার ওসি শহিদুল ইসলাম শাহিন জানান, নিজ বাড়ি থেকে নাজমুল হাসান ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর হয়ে মোটরসাইকেলযোগে মেহেরপুরে নিজ কর্মস্থলে যাচ্ছিল। পথিমধ্যে সে কোটচাঁদপুর মেইন বাসস্ট্যান্ডে পৌঁছালে সামনের দিক থেকে আসা একটি ট্রাকের সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, নিহত নাজমুল হাসান মেহেরপুর জেলা কারাগারের একজন কারারক্ষী হিসাবে কর্মরত ছিলেন।

Comments
Loading...