ক্যারিকের চোখে ফুটবলের মাতা
স্পোর্টস ডেস্ক:
ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা মিডফিল্ডার মাইকেল ক্যারিক তার ক্লাব সতীর্থ হুয়ান মাতাকে ফুটবলের ‘ক্ষুদে জাদুকর’ হিসেবেই দেখেন। তার মতে, গত এক বছরে মাতা যে পারফর্ম করেছে তা শুধু একজন জাদুকরের করা সম্ভব। মাতা গত বছরের জানুয়ারিতে ম্যানইউতে নাম লিখিয়েছেন। ক্লাবের রেকর্ড ৩৭.১ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে চেলসি ছেড়ে আসা এ স্প্যানিয়ার্ড ম্যানইউয়ের হয়ে খেলেছেন ৩৪ ম্যাচ, তাতে গোল করেছেন ১০টি। আর অ্যাসিস্ট করেছেন আরও সাতটি গোল। মাতা প্রসঙ্গে ক্যারিক বলেন, সে একজন ফুটবলের ক্ষুদে জাদুকর। আর জাদুকর হবেই বা না কেনো? সে অত্যন্ত চালাক একজন ফুটবলার, যার ফুটবলের দক্ষতা দেখার মতো।