Connecting You with the Truth

খাগড়াছড়িতে বিজিবির সংবাদ সম্মেলন

খাগড়াছড়ি প্রতিনিধি:
দীঘিনালার বাবুছড়ার বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ব্যাটালিয়ন সদর দপ্তর স্থাপনে ও আইন-শৃঙ্খলা কার্যক্রমে বাধা প্রদান এবং অপপ্রচার বিষয়ে সংবাদ সম্মেলন করেছে খাগড়াছড়ি বিজিবি সেক্টর।
গত কাল সকালে খাগড়াছড়িতে বিজিবি সেক্টরে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ৫১ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল কামাল আহম্মেদ। এ সময় উপস্থিত থেকে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন, খাগড়াছড়ি বিজিবি সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল সাজ্জাদ হোসেন এবং চট্টগ্রাম বিজিবির দক্ষিণ-পূর্ব রিজিয়নের অপারেশন অফিসার লে. কর্নেল মো. তহিদুল ইসলাম। সংবাদ সম্মেলনে বলা হয়, বাবুছড়া ব্যাটালিয়নের জন্য পার্বত্য চট্টগ্রামে ৪৭৯ কিলোমিটার অরক্ষিত সীমান্ত সুরক্ষার লক্ষ্যে সরকার পার্বত্য অঞ্চলে দুটি নতুন সেক্টর ও ৭টি নতুন ব্যাটালিয়ন প্রতিষ্ঠার উদ্যোগ নেন। এর ধারাবাহিকতায় বাবুছড়ায় ২৯ দশমিক ৮১ একর জায়গায় একটি ব্যাটালিয়ন স্থাপনের কাজ শুরু হয়। এর মধ্যে ২ দশমিক ২০ একর ব্যক্তি মালিকানাধীন এবং ২৭ দশমিক ৬১ একর খাস জমি। কিন্তু পুরো এলাকায় পাহাড়িদের বসতি উল্লেখ করে একটি সন্ত্রাসী গোষ্ঠী আন্দোলন করে আসছে। সংবাদ সম্মেলনে বলা হয়, ইতোমধ্যে কয়েক দফায় ব্যাটালিয়নে হামলা চালানো হয়। এতে বিজিবি ও পুলিশ সদস্য আহত হয়। সর্বশেষ গত ১৫ মার্চ একটি স্বার্থান্বেষী মহল ভূমি রক্ষা কমিটির ব্যানারে পদযাত্রা করে। এ সময় তারা আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। এখন এই ব্যাটালিয়ন নিয়ে নতুন করে ষড়যন্ত্র করা হচ্ছে। সংবাদ সম্মেলন থেকে সীমান্ত সুরক্ষার লক্ষ্যে ৫১ বিজিবি ব্যাটালিয়ন স্থাপন নিয়ে বিরোধিতা না করার অনুরোধ জানানো হয়।

Comments
Loading...