খুলনায় হেযবুত তওহীদের উদ্যোগে পথসভা অনুষ্ঠিত
খুলনায় হেযবুত তওহীদের উদ্যোগে সচেতনতা মূলক পথসভা অনুষ্ঠিত হয়েছে । সভায় হেযবুত তওহীদের মাননীয় এমাম হোসাইন মোহাম্মাদ সেলিম এর ভিডিও আলোচনা প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শনী করা হয় । গত সোমবার খুলনাস্থ খালিশপুর বাইতুল ফাতাহ মোড়ে এই পথসভা অনুষ্ঠিত হয় । সভা থেকে জঙ্গিবাদ ও সন্ত্রাস নির্মুলে সকলকে ঐকবদ্ধ্য হতে আহ্বান জানানো হয় ।
সভায় বক্তব্য রাখেন হেযবুত তওহীদ সদস্য মো রবিউল ইসলাম । তিনি বলেন আমরা দেশের পথে প্রান্তরে সভা সেমিনার করে সকলকে আহবান জানাচ্ছি দেশী বিদেশী চক্রান্ত হতে সাবধান হতে । বাংলাদেশ মুসলিম প্রধান দেশ হওয়ায় জঙ্গিবাদের হুমকিতে রয়েছে । মনে রাখতে হবে পশ্চিমা বিশ্বের ষড়যন্ত্র ও ধর্মব্যবসার যোগফল জঙ্গিবাদ । এই বৃহৎ ষড়যন্ত্রের ব্যাপারে আমাদের উদাসীনতা সিরিয়া আফগানস্থানের ভাগ্য বয়ে নিয়ে আসবে । মনে বিরাজমান অন্তকোন্দল, অনৈক্যের রেশ ধরেই সৃষ্টি হচ্ছে পৃথিবীর নানা দেশে অস্থিরতা, পরে জন্ম নিচ্ছে জঙ্গিবাদ । তাই আমরা জাতিকে বিভক্ত না থেকে ঐক্যবদ্ধ হতে আহ্বান জানিয়ে যাচ্ছি ।
সভা পরিচালনা করেন খন্দকার খায়রুল আজম ।