Connecting You with the Truth

‘গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ভূমিকা’ শীর্ষক সেমিনার

বিশ্ব মানবাধিকার সংস্থা-বাংলাদেশ এর উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে ‘গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ভূমিকা’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জানুয়ারি) সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্ব ও করণীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সংস্থার সভাপতি অধ্যাপক ড. আবদুল লতিফ মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ব মানবাধিকার সংস্থা-বাংলাদেশের ভাইস চেয়ারম্যান এসএম সামসুল হুদা। সেমিনারের সঞ্চালনা করেন সাবেক সচিব জিয়া হাসান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালক ইমাম জাফর শিকদার এবং আপন শিশু বিকাশ ফাউন্ডেশনের উপদেষ্টা উম্মুত তিজান মাখদুমা পন্নী।

বক্তারা তাদের বক্তব্যে গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন। তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অতিদ্রুত করার দাবি জানান, অন্যথায় মানুষের ভোট তথা মানবাধিকার ক্ষুণ্ন হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তারা।

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের প্রয়োজনীয়তা এবং গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষায় রাজনৈতিক দলগুলোর ভূমিকা নিয়ে আলোচনা করেন। সেমিনারে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, মানবাধিকার কর্মী, রাজনৈতিক বিশ্লেষক এবং গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Comments
Loading...