Connect with us

গাজীপুর

গাজীপুরে যাত্রীবাহী মাইক্রোবাস ভেবে ডিবির গাড়িতে ডাকাতির চেষ্টা!

Avatar photo

Published

on

বিডিপি ডেস্ক:
গাজীপুরে ডাকাতির চেষ্টাকালে তিন ডাকাতকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি কালো রংয়ের বিদেশি পিস্তল, ২টি রাম দা উদ্ধার করা হয়। শুক্রবার রাতে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার গোলাবাড়ী গ্রামের টঙ্গী-ঘোড়াশাল মহাসড়কের উপর এ ঘটনা ঘটে।

গ্রেফতারকৃতরা হলেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বেলাবো সিকদার বাড়ি এলাকার আব্দুল লতিফের ছেলে মো. আবু বক্কর সিদ্দিক ওরফে বক্কর (২৪), নরসিংদীর মাধবদী থানার ভগিররথপুর এলাকার মৃত নোয়াব আলীর ছেলে মো. সাইফুল ইসলাম (২৩) ও একই এলাকার মো. শফিউদ্দিনের ছেলে মো. আশিক মিয়া (২৭)।

গাজীপুর গোয়েন্দা পুলিশের এসআই মো. শহিদুল ইসলাম মোল্লা জানান, কালীগঞ্জ থানা এলাকায় মাইক্রোবাসযোগে টহল ও মাদক উদ্ধার অভিযানে যায় গোয়েন্দ পুলিশের একটি টিম। শুক্রবার রাত সোয়া দুইটার দিকে কালিগঞ্জ থানাধীন টঙ্গী-ঘোড়াশাল মহাসড়কে পৌঁছালে ১০-১২ জনের একদল ডাকাত রাস্তার উপর দাঁড়িয়ে পিস্তল উঁচু করে এবং টর্চ লাইট দিয়ে ডাকাতির চেষ্টায় মাইক্রোবাসটিকে সিগন্যাল দেয়। তখন পুলিশ মাইক্রোবাস থেকে নামলে ডাকাত দলের সদস্যরা পোশাক দেখে চিনতে পেরে দৌঁড়ে পালানোর চেষ্টা করে। পরে তাদের পিছু ধাওয়া করে ওই তিন ডাকাতকে একটি পিস্তল ও দুটি রামদাসহ আটক করা হয়।

গাজীপুর গোয়েন্দা পুলিশের ওসি মো. আমির হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির প্রস্তুতির কথা স্বীকার করেছে। এ ঘটনায় কালীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার আসামিদের গাজীপুর আদালতে পাঠানো হলে বিজ্ঞ বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Highlights

কাপাসিয়ায় বাসের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

Avatar photo

Published

on

গাজীপুরের কাপাসিয়ায় বাসের সঙ্গে ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা-কিশোরগঞ্জ সড়কের মিয়ারবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার রায়েদ ইউনিয়নের হাইলজোর গ্রামের মো. রাসেল (১৯) ও একই গ্ৰামের মো. শাকিল (১৮)। তারা মোটরসাইকেল নিয়ে কাপাসিয়ার দিকে যাচ্ছিল।

জানা যায়, উপজেলার হাইজারগ্রাম থেকে একটি মোটরসাইকেল নিয়ে কাপাসিয়ার উদ্দেশে যাচ্ছিলেন তারা। পথে মিয়ারবাজার এলাকায় বিপরীত থেকে আসা সাথী পরিবহনের একটি বাসের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় মোটরসাইকেলসহ তারা ছিটকে রাস্তার পাশে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করে। অপর মোটরসাইকেল আরোহী শাকিলকে উন্নত চিকিৎসার জন্য প্রথমে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে ঢাকা নেয়ার পথে রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম নাসিম বলেন, দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াদিন।

Continue Reading

গাজীপুর

শ্রীপুরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা

Avatar photo

Published

on

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে প্রেমিকার সাথে অভিমান করে ফেসবুকে আগাম জানিয়ে আত্মহত্যা করেছে রনি(২২) নামের এক যুবক। রনি উপজেলার গাজীপুর ইউনিয়নের নিজমাওনা গ্রামের শফিকুল ইসলাম ছেলে। সে উপজেলার জৈনা বাজার এলাকায় এএ স্পিনিং মিলে চাকুরি করতো।

নিহত রনির বাবা শফিকুল ইসলাম বলেন, প্রতিদিনের ন্যায় আমার ছেলে রাতে আমাদের সাথে খাবার খেয়ে ঘুমাতে যাই,সকালবেলা অফিসের জন্য ডাকতে গিয়ে দেখি আমার ছেলের মরদেহ ।

ফেসবুকের স্ট্যাটাস নিয়ে জানতে চাইলে তার পিতা বলেন, আমাদের এলাকায় একটি মেয়ের সাথে তার সম্পর্ক ছিল সে আমাকে বলেছিল কিছুদিন আগে, আমি আমার আত্মীয়দের দিয়ে বিয়ের প্রস্তাবও পাঠিয়েছিলাম মেয়ের বাড়িতে কিন্তু তারা আমার ছেলের সাথে তারা বিয়ে দিবে না বলে ফিরিয়ে দেয়। আমি শুধু এটুকুই জানি, তবে এই মৃত্যুর বিষয়ে আমার কারো বিরুদ্ধে অভিযোগ নেই।

স্থানীয় সূত্রে জানা গেছে, রানা দীর্ঘদিন ধরে পাশের এলাকার এক মেয়ের সাথে প্রেমের সম্পর্ক করার চেষ্টা চালিয়ে আসছিল। কিন্তু মেয়েটি পরিবারের কারণে রাজি না হওয়ায় রানা অভিমান করে। গত ৬ জানুয়ারি ওই মেয়ের অন্যত্র বিয়ে হয়ে যায়। এরপর থেকে রনি বিচলিত হয়ে পড়েন।

সর্বশেষ শুক্রবার রাতে তিনি তার ফেসবুক টাইম লাইনে লিখেন, ‘আর কখনো কারো কাছে কিছু চাইবো না। সবাই ভালো থাইকেন। আর আমার জন্য দোয়া কইরেন। আর হয়তো কোনো পোস্ট করা হবে না’। আমরা ধারণা করছি সেই হতাশা আত্মহত্যা করে সে।

এ ব্যাপারে চকপাড়া ফাঁড়ি পুলিশের ইনচার্জ মিন্টু বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি যতটুকু জানতে পেরেছি প্রেমিকার সাথে অভিমান করে সে আত্মহত্যা করেছে। জানা যায়, এ বিষয়ে নিহত পরিবারের পরিবারের কোনো অভিযোগ না থাকায় তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Continue Reading

গাজীপুর

শ্রীপুর সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা আব্দুল মালেকের জন্মদিন আজ

Avatar photo

Published

on

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
দৈনিক যুগান্তর প্রতিনিধি ও স্বনামধন্য সাংবাদিক নেতা আব্দুল মালেক এর শুভ জন্মদিন আজ। আজকের এই দিনে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার চন্নাপাড়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি।

সাংবাদিক আব্দুল মালেক দীর্ঘদিন যাবৎ দৈনিক যুগান্তর প্রতিনিধি হিসেবে কাজ করে আসছেন। এছাড়াও তিনি শ্রীপুর সাংবাদিক সমিতি এবং গাজীপুর সাংবাদিক কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা, শ্রীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, বাইতুর রহমান জামে মসজিদ, হাজ্বী হাছেন আলী কওমী মাদ্রাসার ও এতিমখানার প্রতিষ্ঠাতা সভাপতি, আমিনা খাতুন আদর্শ মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা, মাওনা সিটি হাসপাতাল এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্হাপনা পরিচালক, শ্রীপুর প্রাইভেট হাসপাতাল মালিক সমিতির সাধারাণ সম্পাদক, গাজীপুর জেলা হাসপাতাল মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক।

ছাত্রজীবন থেকেই বিভিন্ন পত্রিকায় লেখা লেখির সাথে সম্পৃক্ত ছিলেন তিনি। আর সেই থেকেই সাংবাদিকতার হাতেখড়ি পেয়েছিলেন তিনি। সাংবাদিকতার মত মহান পেশা ছেড়ে অন্য কিছুই চিন্তা ভাবনা ভাবতে চান না এ সাংবাদিক নেতা। সাংবাদিকতার পাশাপাশি তিনি একজন সমাজসেবক হিসেবেও এলাকায় পরিচিত।

সাংবাদিক আব্দুল মালেক সব সময় সাহসিকতার সাথে সাংবাদিকদের অধিকার আদায় নিয়ে কাজ করে আসছেন। তার জন্মদিন উপলক্ষ্যে বিভিন্ন শ্রেণি পেশার লোক তাকে তার জন্মদিনে শুভেচ্ছা বার্তা জানান।

শ্রীপুর সাংবাদিক সমিতির সহ-সভাপতি মোঃ শাহাদত হোসাইন তার ফেসবুকে এ সাংবাদিক নেতার জন্মদিন উপলক্ষ্যে শুভেচ্ছা বার্তা দিয়েছেন, তার সে শুভেচ্ছা বার্তাটি নিচে দেয়া হল, অসাধারণ ব‍্যক্তিত্বের অধিকারী একজন সাদা মনের ভদ্র মানুষ। গুণী এই সাংবাদিক পরোপকারী, আপসহীন বিপ্লবী নেতা । আজ তাঁর শুভ জন্মদিন। প্রিয় সাংবাদিক নেতার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। শুভ কামনা রইলো প্রিয় সাংবাদিকের জন্য।

Continue Reading