গুরুদাসপুরে মাদকসেবী ছেলেকে পুলিশে দিলেন মা-বাবা
গুরুদাসপুর প্রতিনিধি, নাটোর:
নাটোরের গুরুদাসপুর উপজেলার মশিন্দা চরপাড়ার তরুণ মাদকসেবী আলামিন (১৭) এর অত্যাচারে অতিষ্ট হয়ে ভুক্তভোগী মা-বাবা অবশেষে দড়ি দিয়ে বেঁধে থানায় এনে পুলিশে দিলেন।
মাদকসেবীর বাবা আজাদ আলী জানান, প্রায় তিন বছর যাবৎ তার ছেলে আলামিন মদ-গাঁজায় আসক্ত হয়ে সংসারের টাকা পয়সা নষ্টসহ তাদের ওপরে জুলুম অত্যাচার শুরু করেছে। তাই তার অত্যাচারে অতিষ্ট হয়ে গত কাল রবিবার সকাল ৮টায় তাকে দড়ি দিয়ে বেঁধে থানায় এনে পুলিশে সোপর্দ করে।
থানা পুলিশ বেলা ১০টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. ইয়াসমিন আক্তারের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিজ্ঞ আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।