Connecting You with the Truth

গুরুর আÍবিশ্বাস সুয়ারেজ ধরে রেখেছেন

স্পোর্টস ডেস্ক:s-6
চলতি মৌসুমে স্প্যানিস জায়ান্ট বার্সেলোনার হয়ে নাম লিখিয়েছেন উরুগুয়ের তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেজ। লিভারপুলের সাবেক এ তারকা এখনো স্প্যানিস জায়ান্টদের হয়ে নিজেকে মেলে ধরতে পারেননি। তবে, বার্সা কোচ লুইস এনরিক তার শিষ্য সুয়ারেজের প্রতি বিশ্বাস হারাননি। গত কোপা দেল রে’র কোয়ার্টার ফাইনালের প্রথম লিগে অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে মাঠে সুয়ারেজ একাধিক গোলের সহজ সুযোগ নষ্ট করেন। আর তার পরই সুয়ারেজের সমালোচনায় মেতে উঠে স্প্যানিস সংবাদমাধ্যমগুলো। তবে, শিষ্যের পাশেই রয়েছেন গুরু এনরিক। তিনি জানিয়েছেন, এখনো সুয়ারেজের জড়তা কাটেনি। কিন্তু খুব শিগগিরিই সুয়ারেজ তার সেরা ছন্দে ফিরবে। এ প্রসঙ্গে বার্সা কোচ বলেন, আমি সুয়ারেজের খেলার ধরনে খুশি। সে চেষ্টা চালিয়ে যাচ্ছে নিজেকে সেরা ফর্মে ফিরিয়ে আনতে। গত বিশ্বকাপে ইতালির জিওর্জিও চিয়েল্লিনিকে কামড়ে দেয়ার অপরাধে চার মাস মাঠের বইরে থাকতে হয়েছিল উরুগুয়ের এ তারকাকে। এরপর বার্সার হয়ে চুক্তি সম্পন্ন করলেও অক্টোবরের আগে নিজেকে মাঠে ফেরাতে পারেননি সুয়ারেজ। দীর্ঘ বিরতি আর ইংলিশ প্রিমিয়ার থেকে স্প্যানিস লিগে নিজেকে মানিয়ে নিতে বেশ বেগ পেতে হয়েছিল লিভারপুলের সাবেক গোলমেশিনকে। এনরিক জানান, সুয়ারেজ প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে, তার ভাগ্য সহায় না হওয়ায় অ্যাতলেতিকোর বিপক্ষে স্কোর করতে পারেনি। আমি জানি, এ সমস্যা থেকে সে দ্রুতই ফিরে আসবে। বার্সেলোনার হয়ে সুয়ারেজ এ মৌসুমে ১৪টি ম্যাচে মাঠে নেমেছেন। কাতালানদের হয়ে ৫টি গোলের পাশাপাশি তিনি আরও ৮টি গোলের অ্যাসিস্ট করেন।

Comments
Loading...