গুলশানে সন্ত্রাসী হামলায় নিরাপত্তা বাহিনীর চার কর্মকর্তা নিহত
অনলাইন ডেস্ক: বার্তা সংস্থা এপির খবরে বলা হয়েছে, গুলশানের কূটনৈতিক পাড়ার ‘হলি আর্টিজান বেকারিতে’ সন্দেহভাজন সন্ত্রাসীদের সাথে নিরাপত্তা বাহিনীর গুলি বিনিময়ের ঘটনায় নিরাপত্তা বাহিনীর চার কর্মকর্তা নিহত হয়েছে। সন্ত্রাসীরা প্রায় ৪০ জনকে জিম্মি করেছে। এদের মধ্যে একজন পশ্চিমা নাগরিক বলে জানা গেছে।
এপি জানায়, রাত ৯টা ২০মিনিটে সাত থেকে আটজন হামলাকারী হলি আর্টিজান বেকারিতে ঢুকে পড়ে এবং অস্ত্রের মুখে ক্রেতা ও হোটেল স্টাফদের জিম্মি করে ।
সহকারি সুপারিনেটেন্ডেন্ট ফজলে-ই-এলাহী মার্কিন টিভি নেটওয়ার্ক এনবিসি নিউজকে বলেন, ‘সন্দেহভাজনরা একটি অজ্ঞাত চরমপন্থি গোষ্ঠীর জঙ্গি। তারা ভারী অস্ত্র-সস্ত্রে সজ্জিত, তাদের সংখ্যা সাত থেকে আটজন।’