Connecting You with the Truth

গোয়েন্দা সংস্থা বিলুপ্ত করছে আর্জেন্টিনা

Alberto-Nisman-justice-Argentina-AP-640x480আন্তর্জাতিক ডেস্ক:

আর্জেন্টিনার গোয়েন্দা সংস্থাকে বিলুপ্ত করার পরিকল্পনা করছেন বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজ দ্য ক্রিচনার। বিবিসি বলছে, সোমবার রাতে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তিনি এই পরিকল্পনার কথা জানান। ভাষণে তিনি প্রায় সামরিক শাসনামলের আদলে থাকা গোয়্ন্দা সংস্থা ভেঙে দিয়ে নতুন একটি সংস্থা গড়ে তোলার কথা বলেন। ১৯৮৩ সালে আর্জেন্টিনায় সামরিক শাসনের অবসান হয়। সরকারি আইনজীবী আলবার্তো নিসম্যানের (৫১) রহস্যজনক মৃত্যুর পর এই সিদ্ধান্ত নিলেন ক্রিচনার। ১৯৯৪ সালে আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরিসে ইহুদি সেন্টারে বোমা হামলায় ৮৫ জন নিহত হয়েছিলেন। ওই বোমা হামলার তদন্তকারী আইনজীবী ছিলেন নিসম্যান। মাথায় একটিমাত্র গুলিবিদ্ধ হয়ে নিহত হন তিনি। ওই ঘটনার কয়েক ঘণ্টা পরই জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ আনার কথা ছিল তার। ইহুদি সেন্টারে বোমা হামলায় ইরানের জড়িত থাকার কথিত অভিযোগ চাপা দেয়ার পরিকল্পনার সঙ্গে প্রেসিডেন্ট ক্রিচনার ও পররাষ্ট্রমন্ত্রী হেক্টর টিমারম্যানের মতো জ্যেষ্ঠ সরকারি ব্যক্তিত্বদের জড়িত থাকার দায়ে অভিযুক্ত করেছিলেন নিসম্যান। প্রেসিডেন্ট ক্রিচনার বলেন, “গোয়েন্দা সংস্থাকে নতুনভাবে গঠন করার জন্য আমি এক প্রস্তাব তৈরি করেছি।” তিনি চান কংগ্রেসের একটি জরুরি অধিবেশনে প্রস্তাবটি আলোচিত হোক। তিনি বলেন, “এতে গোয়েন্দা সচিবালয়কে বিলুপ্ত করে ফেডারেল গোয়েন্দা সংস্থা তৈরির পরিকল্পনা করা হয়েছে।” এই গোয়েন্দা সংস্থার নেতৃত্বে প্রেসিডেন্টের পছন্দ করা ব্যক্তিরা থাকবেন, তবে তাদের সিনেটের অনুমোদন পেতে হবে। ১৮ জানুয়ারি বুয়েনস এইরিসে’র নিজ ফ্ল্যাটে নিসম্যানের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। লাশের পাশে একটি পিস্তলও পাওয়া যায়। তদন্তকারীরা প্রাথমিকভাবে আত্মহত্যার কথা বললেও পরে নিসম্যানকে হত্যা করা হতে পারে বা “আত্মহত্যায় বাধ্য করা হতে পারে” বলে মত প্রকাশ করেন। ক্রিচনার জানিয়েছেন, নিসম্যান আত্মহত্যা করেননি বলে তিনি বিশ্বাস করেন।

Comments
Loading...