ঘরে পোকামাকড়ের যন্ত্রণা থেকে রেহাই পেতে চান?
রকমারি ডেস্ক:
সংসার করা মানে রান্না-খাওয়া-ঘুম নয়। তা আপনি গৃহবধূই হোন কিংবা বড় অফিসের চাকুরে, সুস্থভাবে বাঁচতে গেলে ঘর সংসারের কাজ তো করতেই হবে। কারণ ঘরে সব ঠিক না থাকলে বাইরে কীভাবে ঠিক থাকবে। আমাদের বাসার আনাচে কানাচে প্রায়সময়ই নানা ধরনের পোকামাকড়ের আক্রমণ দেখা দেয়। আর এইসব পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা পেতে কী করবেন জেনে নিন।
১। কোন পোকা কামড় দিয়েছে? জ্বালা কমাতে পেঁয়াজের রস লাগিয়ে দিন। জ্বালা কমে গেলে পরিষ্কার করে মুছে ক্যালামাইন লোশন লাগিয়ে নিন।
২। ঘর বা ফ্ল্যাটে কোন কারণে বেশি মাছি বা মশা হলে ভ্যাকিউম ক্লিনার দিয়ে টেনে নিতে পারেন।
৩। চাল, আটা , ডাল অনেকদিন বক্স বন্ধ হয়ে থাকলে পোকা হয়ে থাকে। তাই পোকার উপদ্রব থেকে বাঁচতে হলে নিমপাতা বা লবণ ছড়িয়ে রাখুন।
৪। শীতের শেষে শীতের জামা বিশেষ করে পশম আর রেশম তুলে রাখার সময় নিমপাতা কোন রুমালে পেঁচিয়ে কাপড়ের ভাজে ভাজে রাখুন। শুকনো মরিচ ঠিক একই ভাবে রাখলে পোকামাকড় শতহাত দূরে থাকবে।
৫। চিনির কৌটায় পিঁপড়া হামলা দিয়েছে? কয়েকটি লবঙ্গ ফেলে দিন। নিমিষেই তারা হাওয়া হয়ে যাবে।
৬। শুধু জামাকাপড়েই কি পোকা ধরে? বইপত্রেও পোকা ধরে। এখানেও শুকনো মরিচ এক কোনায় ফেলে রাখুন বইয়ে পোকা ধরবেনা।
৭। যেখানে মাছি বেশি হয় সেখানে কয়েকটা পুদিনা পাতা ছড়িয়ে দিন। মাছিদের কাছে এই গন্ধ অসহ্য।