ঘিওরে লালনসন্ধ্যা অনুষ্ঠিত
ঘিওর প্রতিনিধি, মানিকগঞ্জ:
‘চাঁদের গায়ে চাঁদ লেগেছে/মিলন হবে কত দিনে/খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়’- লালন সঙ্গীতের সুরের মুর্ছনায় কুষ্টিয়ার অচিন পাখির পরিবেশনায় মানিকগঞ্জের ঘিওরে লালনসন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
২৮ মার্চ শনিবার রাত ৮টায় শ্রীশ্রীবাসন্তী দেবীর নবমী বিহিত পূজা উদযাপন উপলক্ষে উক্ত লালনসন্ধ্যা অনুষ্ঠিত হয়। দলনেতা শ্রীমতি অঞ্জলী ঘোষ দুর্গাসহ দলের অন্যান্য সদস্যগণ গভীর রাত অবধি মনোমুগ্ধকর পরিবেশে সাইজির অসংখ্য গান পরিবেশন করেন। বসন্তের বিদায় লগ্নে অসুর বিনাশনী, শান্তি, সংহতি ও সম্প্রীতি প্রতিষ্ঠার লক্ষ্যে মহাশক্তি ত্রি-নয়নী দেবীমাতার পদতলে ভক্তি ভরে পুষ্পাঞ্জলী দেবার প্রত্যাশায় তাদের এই আয়োজন বলে জানান পূজা উদযাপন কমিটির সভাপতি বিজন কুমার সরকার ও সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র সাহা। মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পিপি (জজকোর্ট) এ্যাডভোকেট আব্দুস সালাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার লিয়াকত হোসেন, ইউপি চেয়ারম্যান হামিদুর রহমান আলাইসহ জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও অসংখ্য লালন ভক্তগণ এ সময় উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সারাদেশের ন্যায় মানিকগঞ্জের ঘিওরে শ্রীশ্রীহরি ও বিষ্ণুমন্দিরে উদযাপিত হচ্ছে সার্বজনীন শ্রীশ্রীবাসন্তী পূজা।