চট্টগ্রামের অলংকারে প্রবাহ আন্ত ব্যটমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত
এম.আর.মিলন, চট্টগ্রাম: চট্টগ্রামের অলংকারে প্রবাহ আন্ত ব্যটমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় জুনিয়র বিভাগে চ্যাম্পিয়ন হয় অভি ও জয় এবং রার্নাসআপ আলিফ নিশাত।সিনিয়র বিভাগে চ্যাম্পিয়ন হয় রনি ও মাসুদ এবং রার্নাসআপ বাবু ও শফিক। উক্ত অনুষ্ঠানে প্রবাহ ক্লাব এর সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম।সহ সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মো. মোজাম্মেল হক, হাফিজুর রহমান বাবলু, সাধারণ সম্পাদক মোঃ মাহাবুবুল আলম বিপু সহ প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতি জাহাঙ্গীর আলম বলেন,খেলাধুলা মানষকে আনন্দ দেয় এবং সমপ্রিতি সৃষ্টি করে এবং সমাজে ছা্ত্রদের ভালো করে তুলে। ভবিষৎতে এ ধরনের খেলাধুলা আরো ব্যাপক হারে অনুষ্টিত করা হবে।অনুষ্ঠানে বাংলাদেশের পত্র.কম,জেটিভি অনলাইন,দৈনিক বজ্রশক্তি মিডিয়ার প্রতিনধি এম.আর.মিলন বলেন,আপনাদের এই আন্ত ব্যটমিন্টন টুর্নামেন্ট এ আমাদের কে মিডিয়া পাটর্নার করার জন্য ধন্যবাদ জানান। এবং ভবিষতে এধরনে অনুষ্ঠানে আমাদের এই তিনটি মিডিয়া কার্ভারেজ প্রদান করবে। খেলায় বাংলাদেশের পত্র.কম, জেটিভি অনলাইন, দৈনিক বজ্রশক্তি মিডিয়া পাটর্নার ।