Connecting You with the Truth

চট্টগ্রামের পটিয়ায় জামায়াত-শিবিরের আমীরসহ ৯ জন গ্রেপ্তার

ATT_1440764163666_PicsArt_1440761365264রুমেন চৌধুরী, চট্টগ্রাম : চট্টগ্রাম পটিয়া উপজেলার উপজেলার পাইকপাড়া এলাকায় গোপন বৈঠক করার সময় উপজেলার জামায়াত-শিবিরের আমীরসহ ৯ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুর একটার সময় তাদেরকে আটক করা হয়েছছে। এ সময় তাদের কাছ থেকে নাশকতার পরিকল্পনার বিভিন্ন কাগজপত্র ও দলীয় বই জব্দ করেছে পুলিশ।

চট্টগ্রাম জেলা পুলিশ পটিয়া সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. শামীম হোসেন জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পটিয়া জেলার উপজেলা জামায়াত-শিবিরের আমীর মুকিবুল ইসলাম চৌধুরীর বাড়িতে অত্যান্ত গোপন বৈঠক করছিলেন তারা। এ সময় বিভিন্ন নাশকতার পরিকল্পনা করা হচ্ছিল বলে জানান তিনি।
বৈঠক থেকে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়ে তিনি বলেন, এদের কাছ থেকে সরকারি বিরোধী বিভিন্ন প্রচারপত্র, নাশকতার পরিকল্পনার করার বিভিন্ন কাগজপত্র ও জামাত-শিবিরের দলীয় বইপত্র উদ্ধার করা হয়েছে।

অভিযানে আটকককৃত হলেন- উপজেলা জামায়াত আমীর মুকিবুল ইসলাম চৌধুরী ফারুক(৫০), নজরুল ইসলাম চৌধুরী(৪০), মোহাম্মদ ইসহাক(৫৯), জসীম উদ্দিন(৩৪), হোসাইন আহমদ(৬৫), মো. ইকবাল(৫০), মাহমুদুল হক(৬২). আবদুল আলীম চৌধুরী(৭৬) ও নুরুল আলম। আটককৃতদের জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

Comments
Loading...