Connecting You with the Truth

চট্টগ্রামের ভুজপুরে পূর্ব শত্রুতার জের ধরে বসত ঘরে আগুন

ctgডা. নুরুল আলম, ভুজপুর প্রতিনিধি: চট্টগ্রাম জেলার ভুজপুর থানার ১ নং বাগান বাজার ইউপির ৯নং ওয়ার্ড নুরপুর এলাকার বাসিন্দা ছাইফুল্ল্যার বসত ঘরে পূর্ব শত্রুতার জেরে আগুন দিয়ে ভস্মিভূত করেছে দূবৃত্তরা। গত বৃহস্পতিবার রাত অনুমানিক ১২ টার দিকে ৪/৫ জন লোক পূর্ব শত্রুতার কারণে পেট্রোল ঢেলে এ ঘটনা ঘটায়। এতে ঘর মধ্যে রক্ষিত ২ লক্ষ টাকার বীজের আদা, ১টি ষাড় গরু, ৪টি ছাগল, হাস মরগ, কবুতর, ৩০/৪০ আড়ি ধান, ২ বস্তা চাউল ঘরে মধ্যে রক্ষিত ফার্নিচার মালামাল ও আসবাবপত্রসহ ৫ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়। ছাইফুল্ল্যার মেয়ে জানায় যে, ৪/৫জন লোক ঘরে আগুন লাগাইয়া দৌড়াইয়া পালানো সময় সে দেখিয়াছে। চেহারা দেখিলে সে উক্ত লোকদের সনাক্ত করিতে পারিবে বলিয়া জানায়। এলাকার গণ্যমাণ্য ব্যক্তির নিকট উক্ত ঘটনার কারণ জিজ্ঞাসা করলে তারা জানান, ২/৩ মাস পূর্বে থেকে বাংলা বাজারে মুসা মিয়া ও ছাইফুল্যার সাথে বসত বাড়ীর সীমা ও চা দোকান নিয়ে তুমুল ঝগড়া হয়েছিল এবং উক্ত মুসা মিয়া তখন চা দোকান ভাঙ্গিয়া দেয়। এ ব্যাপারে কোর্টে মামলা চলিতেছে। ছাইফুল্যা আগুন লাগানোর ঘটনায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।

Comments
Loading...