Connecting You with the Truth

চট্টগ্রামে ছিনতাইয়ের আতঙ্ক ‘আকাশ’: বন্দর-ইপিজেড রুটে প্রতিদিনের ত্রাস

 

নিজস্ব প্রতিবেদক:

বন্দরনগরী চট্টগ্রামের বন্দর থানা এলাকার রেল ক্রসিং থেকে ইপিজেড মোড় পর্যন্ত একের পর এক চুরি-ছিনতাইয়ের ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এসব অপরাধের মূল হোতা হিসেবে স্থানীয়দের অভিযোগের তীর এক যুবকের দিকে, যার নাম ‘আকাশ’। বহুদিন ধরে এই যুবক এলাকাজুড়ে ভয়ঙ্কর অপরাধচক্র গড়ে তুলেছে।

বিশেষ করে গার্মেন্টসকেন্দ্রিক এই এলাকায় প্রতিদিন সকালে অফিসগামী নারী ও পুরুষ শ্রমিকদের টার্গেট করে আকাশ ও তার সহযোগীরা। ভোরবেলায় কিংবা সন্ধ্যায়, যখন শ্রমিকরা যাতায়াত করেন—ঠিক সেই সময়েই ঘটে চুরি, ছিনতাই কিংবা মোবাইল ছিনিয়ে নেওয়ার ঘটনা।

একাধিক ভুক্তভোগী জানিয়েছেন, আকাশ সরাসরি ছিনতাই করে, আবার কখনো চক্রের সদস্যদের দিয়ে কাজ করায়। এত মানুষ চলাফেরা করে যে, তাকে সনাক্ত করাও কঠিন হয়ে পড়ে। কেউ প্রতিবাদ করলে হুমকি দেয়, এমনকি শারীরিকভাবে লাঞ্ছিত করতেও পিছপা হয় না।

এক স্থানীয় যুবক জানান, “একদিন ভোরে তাকে আমি চুরির সময় ধরে ফেলেছিলাম। সে সাথে সাথে আমাকে ধাক্কা মেরে পালিয়ে যায়। এরপর থেকেই সে আমাকে ভয় দেখায়।”

স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, আকাশের বিরুদ্ধে একাধিক মামলা বন্দর থানা ও আশপাশের থানায় রয়েছে। তাকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে। প্রশাসন জানিয়েছে, এই চক্রের অন্যান্য সদস্যদেরও নজরদারিতে আনা হয়েছে।

এলাকাবাসীর দাবি, “আকাশ শুধু একজন চোর না, সে একটি গ্যাং চালায়। তার কারণে নারী শ্রমিকরা সবচেয়ে বেশি ভয়ে থাকে। একে যদি দ্রুত ধরা না হয়, তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে।”

চট্টগ্রামের আইনশৃঙ্খলা বাহিনী এবং গার্মেন্টস মালিকপক্ষের কাছে এলাকাবাসী ও ভুক্তভোগীরা দ্রুত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।

Comments
Loading...