চট্রগ্রাম পাহারতলীতে গ্যাস সংযোগ বিহীন হোটেল-বসতবাড়িতে কেরোসিন By বাংলাদেশের পত্র On Jan 31, 2016 Share আবু তাহের এভাবেই প্রতিদিনি গ্যাস সংযোগ বিহীন হোটেল, চা স্টোল ও ব্সাবাড়ীর জালানী চাহিদার জোগান দিচ্ছেন কেরাসিন তেল বিক্রি করে। নিয়মিত ৩৫০ লিটার তেল ৬০ থেকে ৭০ দোকানে দেন, অপরের চাহিদা মিটানোর পাশাপাশি নিজের পরিবারের জন্য ৫-৬শত টাকা আয় করেন তিনি। ছবিটি শনিবার সকালে চট্টগ্রাম পাহারতলী থানার যোলার হাট এলাকা থেকে তোলা। ছবি: রবিউল ইসলাম।