Connecting You with the Truth

চট্টগ্রামে বাস দুর্ঘটনায় নিহত ১

চট্টগ্রাম প্রতিনিধি:
নগরীতে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারানোর পর সৃষ্ট দুর্ঘটনায় মোহাম্মদ আলী (২৮) নামে একজন নিহত হয়েছেন।
গত কাল শনিবার ভোর ৬টার দিকে হালিশহর থানার পোর্ট কানেকটিং রোডে এ দুর্ঘটনা ঘটেছে।
হালিশহর থানার ডিউটি অফিসার এএসআই মো. আবছার জানান, দুর্ঘটনাকবলিত বাসটি নগরীর ছয় নম্বর রুটে চলাচল করে। শনিবার ভোরে বাসটি যাত্রী নিয়ে যাবার পথে পোর্ট কানেকটিং রোডের ওয়াপদা মোড়ে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় রাস্তার পাশে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বাসটির ধাক্কা লাগে।
এতে ঘটনাস্থলেই ওই বাসের হেলপার মোহাম্মদ আলী মারা যায়। দুর্ঘটনায় বাসটি পুরোপুরি দুমড়ে মুচড়ে গেছে। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে বাসটিকে উদ্ধার করে রাস্তার পাশে নিয়ে যায়।

Comments
Loading...