চিলিতে গাড়ির সঙ্গে ট্রেনের ধাক্কায় নিহত ৭
আন্তর্জাতিক ডেস্ক: চিলির দক্ষিণাঞ্চলে একটি ট্রেন রেললাইনের ওপর দাঁড়িয়ে থাকা একটি গাড়িকে ধাক্কা দিলে সেটি বিধ্বস্ত হয় । এতে ৭ জন নিহত হয়েছে।
পুলিশ জানায়, সান্টিয়াগো থেকে প্রায় ২৬০ কিলোমিটার দক্ষিণে অবস্থতি চিলিস মাউল অঞ্চলে এই দুর্ঘটনা ঘটে। এতে ৫ প্রাপ্ত বয়স্ক ও দুই শিশু নিহত হয়েছে। নিহতদের সকলেই গাড়ির যাত্রী। খবর বার্তা সংস্থা এএফপি’র।
কর্তৃপক্ষ বলেছে, এই ঘটনায় নিহত ছাড়াও এক শিশু গুরুতর আহত হয়ে একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। কর্মকর্তারা বলেন, এই ঘটনায় ট্রেনের কোন আরোহীর হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।