দেশজুড়ে
চুরি ঠেকাতে হিমশিম খাচ্ছে আনসার বাহিনী
কুলাউড়া প্রতিনিধি:
জেলার কুলাউড়া উপজেলার ভাটেরা সরকারি রাবার বাগানে চোরের উপদ্রব বেড়েই চলছে। সংঘবদ্ধ একটি চোরের দল প্রতিনিয়ত রাবার তৈরির কাঁচামাল চুরি করছে। তাদের প্রতিরোধ করতে গিয়ে বাগানে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আনসার সদস্যরা একাধিকবার হামলার স্বীকার হয়েছেন। কর্তৃপক্ষ আশা করছেন, চুরি ঠেকাতে পারলেই এ বাগান থেকে এই অর্থবছরে কোটি টাকার মুনাফা আসবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৯৬৫ সালে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় বাগানটি গড়ে তোলা হয়। বাগানটির মোট আয়তন ২ হাজার ৮৬৭ একর। এর মধ্যে রাবার গাছ লাগানো হয়েছে ২ হাজার ৪৬৭ একর জায়গায়। বাগানটি প্রতিষ্ঠার পর থেকেই লোকসান দিয়ে আসছিল কর্তৃপক্ষ। তবে বর্তমানে বাগানটি লাভের মুখ দেখছে।
সূত্র আরো জানিয়েছে, গত অর্থবছরে রাবার বিক্রি করে বাগান কর্তৃপক্ষ ৭০ লাখ টাকা মুনাফা অর্জন করেছে। বাগানে বর্তমানে প্রায় দেড় লাখ গাছ রয়েছে। এর মধ্যে ১৯৬৫ সালের রোপণ করা গাছ আছে ৫২ হাজার এবং বাকিগুলো ১৯৭৫ থেকে ১৯৭৯ সালে লাগানো। এ বছর বাগানটি প্রায় শতভাগ উৎপাদনে আছে।
বাগানের ব্যবস্থাপক জানান, প্রতিনিয়ত চুরির ঘটনা ঘটছে। চোরেরা রাবারের কষ, ট্রিলেছ কাপলাম্প (রাবারের কষ জমা হওয়ার পাত্র), মাদলাম্প (রাবার গাছের গোড়ায় জমা হওয়া কষ) নিয়ে যাচ্ছে। আমরা ধরে থানায় দিচ্ছি। চোরেরা আইনের ফাক দিয়ে বেরিয়ে এসে আবার চুরি করছে। ৫০-৬০ জন সংঘবদ্ধ চোরের দল বাগানে ঢোকে। বাধা দিলে আমাদের লোকজনদের মারধর করে। জনবল সংকটও রাবার বাগানটি পরিচালনার ক্ষেত্রে একটি বড় সমস্যা। মাঠপর্যায়ে ব্যবস্থাপক ও সহকারী ব্যবস্থাপক রয়েছেন। আর কোনো কর্মকর্তা নেই। আর যারা আছেন, তারা উৎপাদন-সংশ্লিষ্ট শ্রমিক। তারা নিরীহ প্রকৃতির। কেউ তাদের সামনে গাছের ডাল কেটে নিলেও তারা বাধা দিতে সাহস পান না।
বাগান কর্তৃপক্ষ জানিয়েছে, বাগানের আশেপাশের গ্রামের অনেকে রাবারের কাঁচামাল চুরিকে পেশা হিসেবে নিয়েছে। এরা সংঘবদ্ধ হয়ে কষ চুরি করে। পরে চোরাই পথে ঢাকা অথবা তাদের নির্দিষ্ট প্রতিনিধির মাধ্যমে বিভিন্ন কোম্পানির কাছে কম দামে তা বিক্রি করে। রাবারের কাঁচামালের মূল্য বেড়ে যাওয়ায় চুরির ঘটনাও বেড়ে চলেছে। একাধিক সূত্রে জানা গেছে, চোরের দল তরল অথবা জমাট বাঁধা রাবারের এক কেজি কষ ৪০ থেকে ৫০ টাকা দরে বিক্রি করছে। অথচ এই রস প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে বাগান কর্তৃপক্ষ ২৭০ টাকা কেজি দরে বিক্রি করে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, কয়েক সপ্তাহ আগে গাছ থেকে আহরণ করতে না পেরে একদল চোর বাগানের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত চার আনসার সদস্যদের উপর হামলা চালিয়ে তাদের আহত করে। এরকম অন্তত আরও চার-পাঁচবার হামলার ঘটনা ঘটেছে।
ভাটেরা রাবার বাগান থেকে কুলাউড়া থানার দূরত্ব ২০ কিলোমিটার। কর্তৃপক্ষ দাবি করেছে, বাগানের আশেপাশের এলাকায় পুলিশ ফাঁড়ি স্থাপন করা গেলে চোরের উপদ্রব কমে যেত। এ ছাড়া বাগানের নিজস্ব একটি নিরাপত্তা টিম গঠন করা গেলে চুরি ঠেকানো যেত। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিভিন্ন সময় অবহিত করা হয়েছে।
-
আন্তর্জাতিক8 years ago
গ্রিস প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা
-
আন্তর্জাতিক8 years ago
যুক্তরাষ্ট্রে দুটি বিমানের সংঘর্ষে ৪ জনের মৃত্যু
-
স্বাস্থ্য8 years ago
গলা ব্যথার কারণ ও চিকিৎসা
-
দেশজুড়ে8 years ago
আজ চন্দ্র গ্রহন সন্ধা ৬টা ১২ মিনিট থেকে রাত ৮ টা ৫৯ মিনিট পর্যন্ত
-
বিবিধ9 years ago
আর অটো রিক্সা নয় এবার অবিশ্বাস্য কম দামের গাড়ি!
-
জাতীয়8 years ago
আন্তর্জাতিক নারী দিবস আজ
-
জাতীয়9 years ago
স্বাধীনতা যুদ্ধের পটভূমি ও মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা
-
ফিচার8 years ago
বাংলাদেশের ৬৪ জেলার নামকরণের ইতিহাস