দেশজুড়ে
ছাত্রদের জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে-ডা. শাহাদাত হোসেন
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরীর হাজেরা তজু বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাথে মত বিনিময় সভা ও বই বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দানকালে মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন এ সব কথা বলেছেন। বৃহস্পতিবার দুপুর ১২ টার সময় চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্যদের সাথে নিয়ে তিনি উক্ত কলেজের ছাত্রদলের সাথে মত বিনিময় সভা ও বই বিতরণী অনুষ্ঠান যোগদান করেন।
এ সময় অনুষ্ঠিত মতবিনিময় সভায় হাজেরা তজু বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সমন্বয়কারী মোক্তারুজ্জামান বাবর সভাপতিত্ব করেন। এ সভার প্রধান অতিথি বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন বলেছেন, ছাত্রদেরকে জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে করে গড়ে তুলতে হবে। অার এ দায়িত্ব অামাদের সকলের। এ সময় তিনি বর্তমান সরকারের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের উপর ভ্যাট অারোপ ও বর্জনের বিষয়টি নিয়ে কড়া সমালোচনা করেন। যারা এ পূর্বে ভ্যাট দিয়েছেন তাদের টাকা পুনরায় ফেরত দেবার দাবী জানান।
এ মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সভাপতি গাজী মুহাম্মদ সিরাজ উল্লাহ। এছাড়াও সভায় আরও যারা বক্তব্য রেখেছেন তারা হলেন চট্টগ্রাম নগর ছাত্রদল নেতা লায়ন সালাহউদ্দিন আলী, মহিউদ্দিন জুয়েল, হাসান মুরাদ জনি, সামিয়াত আমিন জিসান, এফ এ এফ রুমি, ম. আলমগীর হোসেন, মাহমুদুর রহমান বাবু, মোঃ জয়সহ অারও অনেকে।
উক্ত সভায় কলেজ ছাত্রদলের পক্ষ থেকে বক্তব্য দেন আরিফ মহিউদ্দিন, আবু হাসান, মোঃ ইরফান, তানভীর রাব্বি, সাঈদুল ইসলাম, ইফাদ আহমদ রাসেল, আমজাদ হোসেন ইমরান, জুয়েল পারভেজ, মোঃ ফরহাদ, আলমগীর হোসেন, মোঃ সোহেল, মোঃ ফাহিম, মোঃ মাসুদ, মোঃ তৌসিফ, মোঃ ফাহিম, মোঃ শুভ, মোঃ মারজান, মোঃ আমজাদ, মোঃ সানি, মোঃ সাদ্দাম, মোঃ মাকসুদ, মোঃ রিয়াজ, মোঃ সাবাব, মোঃ নাঈম, মোঃ আসিফ, মোঃ মাহিন, মোঃ সায়েম, মোঃ শাওন, মোঃ রাফাত, মোঃ নয়ন, মোঃ শাহীন, মোঃ মুন্না, মোঃ আবির, মোঃ তুষার, মোঃ একরাম, মোঃ ওয়াফি, মোঃ রায়হান, মোঃ সাগর, মোঃ মাঈনুল, মোঃ মোরশেদ, মোঃ নিরু, মোঃ অভি, মোঃ আরফাত, মোঃ রাকিব, মোঃ তন্ময়, মোঃ সাকের, মোঃ ছাবেরসহ প্রমুখ।
বাংলাদেশেরপত্র/এডি/আর
Highlights
লালমনিরহাটে টাখনুর নিচে প্যান্ট ঝুলে থাকায় বর্বরোচিত হামলা, আহত ৭
দেশজুড়ে
বৃহৎ চরাঞ্চলে জাপা সেক্রেটারির একক প্রার্থীতা ঘোষণা
দেশজুড়ে
শেরপুর জেলা আওয়ামী লীগের বিক্ষোভ-সমাবেশ
-
আন্তর্জাতিক8 years ago
গ্রিস প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা
-
আন্তর্জাতিক8 years ago
যুক্তরাষ্ট্রে দুটি বিমানের সংঘর্ষে ৪ জনের মৃত্যু
-
স্বাস্থ্য8 years ago
গলা ব্যথার কারণ ও চিকিৎসা
-
দেশজুড়ে9 years ago
আজ চন্দ্র গ্রহন সন্ধা ৬টা ১২ মিনিট থেকে রাত ৮ টা ৫৯ মিনিট পর্যন্ত
-
বিবিধ9 years ago
আর অটো রিক্সা নয় এবার অবিশ্বাস্য কম দামের গাড়ি!
-
জাতীয়8 years ago
আন্তর্জাতিক নারী দিবস আজ
-
জাতীয়9 years ago
স্বাধীনতা যুদ্ধের পটভূমি ও মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা
-
ফিচার8 years ago
বাংলাদেশের ৬৪ জেলার নামকরণের ইতিহাস