Connecting You with the Truth

জঙ্গিদের বিরুদ্ধে সম্মিলিতভাবে ব্যবস্থা নেয়ার আহ্বান ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদের

যুক্তরাষ্ট্র এ সপ্তাহে ইরাক ও সিরিয়ায় আইএস এর সঙ্গে লড়াই করতে একটি পরিকল্পনার রূপরেখা প্রকাশ করেছে।

ইরাক ও সিরিয়ায় আইএস এর বিরুদ্ধে লড়তে ১০ টি আরব রাষ্ট্রসহ প্রায় ৪০ টি দেশ জোটে সই করেছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি মধ্যপ্রাচ্যে ঝটিকা সফর করে আসার পর এ সম্মেলন হচ্ছে। সম্মেলনে অংশ নিচ্ছেন কেরিও। গত সপ্তাহে প্রেসিডেন্ট বারাক ওবামার প্রকাশিত পরিকল্পনায়ও সমর্থন দিচ্ছেন তিনি।

আইএস জঙ্গিদের ব্রিটিশ ত্রাণকর্মী ডেভিড হেইনস এর শিরশ্ছেদের ভিডিও প্রকাশের পর ওই পরিকল্পনা গতি পেয়েছে।

ইরাক এবং সিরিয়ার বিশাল একটি এলাকা দখল করে নিয়েছে ইসলামিক স্টেট জঙ্গিরা। ওই অঞ্চলে তাদের ৩০ হাজার মত যোদ্ধা রয়েছে বলে জানিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ।

৩০ টি রাষ্ট্র থেকে আসা কর্মকর্তাদের একদিনের বৈঠক উদ্বোধন করে ফ্রান্সের নেতা বলেন, “হুমকি কি? এটি সারা বিশ্বের জন্যই এবং এর বিরুদ্ধে ব্যবস্থাও বিশ্বব্যাপীই নিতে হবে। সন্ত্রাসীদের বিরুদ্ধে ইরাকের লড়াইটা আমাদেরও লড়াই। আমাদেরকে প্রতিশ্রুতিব্ধ হতে হবে। আর এটাই এ সম্মেলনের উদ্দেশ্য”।

ইরাকের প্রেসিডেন্ট ফুয়াদ মাসুম আশা প্রকাশ করে বলেছেন, প্যারিস বৈঠক খুব দ্রুতই জিহাদিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সহায়ক হবে।

Comments
Loading...