জঙ্গি অর্থায়ন : তিন আইনজীবী রিমান্ডে
জঙ্গি সংগঠন শহীদ হামজা ব্রিগেডকে অর্থ দেওয়ার অভিযোগে গ্রেফতার আইনজীবী শাকিলা ফারজানার দুই দিন এবং অ্যাডভোকেট হাসানুজ্জামান লিটন ও অ্যাডভোকেট মাহফুজ চৌধুরী বাপনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সন্ত্রাসবিরোধী মামলায় তাদের এ রিমান্ড মঞ্জুর করা হয়। সোমবার সকালে শুনানি শেষে হাটহাজারীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোসাদ্দেক সিনহা এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গতকাল জঙ্গি সংগঠনকে অর্থ দেওয়ার কথা স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন এই তিন আইনজীবী।
বাংলাদেশেরপত্র/এডি/আর